মা ! মাগো !! ওরা নাকি এবার প্রকাশ্যে তোমার শরীরের এক- তৃতীয়াংশ দাবি করছে!
লিখেছেন লিখেছেন আব্দুল জাব্বার s ২০ এপ্রিল, ২০১৪, ০৮:২৩:০০ রাত
ওদের একজন
(বিজেপি নেতা সুব্রাক্ষণিয়ম স্বামী) এজন্য তোমার দিগন্ত- জোড়ার দক্ষিণ-পশ্চিম
হতে উত্তর-পূর্ব পর্যন্ত সমান্তরাল রেখাও টেনেছে! বলো, মা ! তোমার রক্ত-
মাংসে বেড়ে উঠা এত
কোটি সন্তান জীবিত
থাকতে একি হয়?
ওরা তোমাকে কী ভেবেছে?
বলতে পারো মা, এটা ওদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোন পর্ব? আমরা যখন শত
পঙ্কীলতা পেরিয়ে তোমার জন্মজয়ন্তি উদযাপনের
দিকে এগিয়ে যাচ্ছি তখন
তারা আমাদেরকে দু'ভাগে বিভক্ত করে দূর্বল করে দেয়ার পর এবার তোমার শরীর দাবি করছে ।
মা, তুমি কি পারবে না তোমার সন্তানদের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে ঐক্যবদ্ধ করতে ।
জানো মা, আমি লজ্জিত
হচ্ছি এজন্য যে, ওরা তোমার দেহটা এমন একসময় দাবি করছে যখন তোমার দেখ- ভালের দায়িত্বে আছে তোমাকে যারা আমাদের জন্য আনার একক দাবিদার !
আমার বিশ্বাস ~ এবার তোমার জন্যে, তোমার সতীত্ব রক্ষায়, তোমার কোটি সন্তানের রক্ত গঙ্গায় উত্থিত উম্মাদনা তাদেরকে তোমার সীমান্তের অতন্দ্র প্রহরির মতো জাগিয়ে তুলবে ।
জেগে ওঠো..., কোনঠে সবাই! বাংলাদেশ দীর্ঘজীবি নয়, চিরজীবি হোক ।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারত এদেশে তাদের
দালাল দেখেছে, কিন্তু তারা এদেশের দামাল ছেলে দেখেনি।"
মনে রাখবেন, ৫৫ হাজার বর্গমাইল পাকিস্তান দেই নাই , ভারতকেও দিবনা।
মন্তব্য করতে লগইন করুন