জালেম বিচারক শয়তানের আওতায়- 

লিখেছেন লিখেছেন আব্দুল জাব্বার s ১৯ এপ্রিল, ২০১৪, ১১:২৫:৫৯ সকাল

চোখ বন্ধ করে প্রিয় ব্যক্তি আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর তাফসীর শোনছিলাম… মনে হচ্ছিল যেন সরাসরি মাঠে বসেই উনার তাফসীর শোনছি.

হে আল্লাহ কুরানের পাখিকে কুরানের ময়দানে আমাদের মাঝে ফিরিয়ে দাউ।

জালেম বিচারক শয়তানের আওতায়-

হযরত আব্দুল্লাহ বিন আবী আউফ (রাঃ) হতে বর্ণিত,

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ বিচারক জোর-জুলুম না করা পর্যন্ত তার সাথে আল্লাহর

সাহায্য থাকে। কিন্তু যখন সে জুলুম-অত্যাচার করে, তার থেকে ওই সুবিধা চলে যায় এবং শয়তান তাকে কাবু করে নেয়।

- সুনানে তিরমিযী,

সুনানে ইবনে মাজাহ,মুসনাদে আহমদ, ৫ ঃ ২৬



বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209963
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
হতভাগা লিখেছেন : আজ কালের মধ্যেই আদালতের চুড়ান্ত রায় দিয়ে দেবার কথা
209973
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৯
আব্দুল জাব্বার s লিখেছেন : "তোমাদের ফাঁসির দড়ি আমার
কাছে জুতার ফিতার সমান ভারীও নয়।"
-- আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File