বিজ্ঞানমনস্ক কথাবার্তা পড়ে হাসবেন না কিন্তু

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০৫ নভেম্বর, ২০১৫, ০১:২৪:২১ রাত

১/ চেয়ার টেবিল বানাতে হলে একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। কিন্তু সূর্য বানাতে কোনো সৃষ্টিকর্তা লাগে না। এটা এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)

২/ কম্পিউটার বানাতে হলে একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। কিন্তু চাঁদ বানাতে হলে কোনো সৃষ্টিকর্তা লাগে না। এটা এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)

৩/ কোনো লেখা দেখলেই বুঝা যায় যে এটা কেও না কেও লিখেছে। এর সৃষ্টিকর্তা লাগে। তবে এই পৃথিবীটা তৈরি হতে কোনো সৃষ্টিকর্তা লাগে না। এটা এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)

৪/ একটা বিল্ডিং দেখে বুঝা যায় যে এটা কেও না কেও বানিয়েছে। কিন্তু আকাশের তারাগুলো বানাতে কাওকে লাগে না। এগুলো এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)

এই পর্যন্ত পড়ে কেও কি হাসছেন?

হাসবেন না। এইসব কথা যারা বলে তাদেরকেই আমাদের মিডিয়া উপাধি দিয়েছে যে এরা বিজ্ঞানমনস্ক লেখক। বিজ্ঞান মনস্ক লেখকদের যেহেতু কোনো সৃষ্টিকর্তা নাই, তাই তাদের পাগলা টাইপের কথাবার্তাগুলোকে বিজ্ঞানমনস্ক কথা বলে তাদের সাথে মিডিয়া একটু মস্করা করতেই পারে। কারণ যেহেতু তাদের সৃষ্টিকর্তা নাই, তাই তাদেরকে বিজ্ঞানমনস্ক বলে মস্করা করা হচ্ছে নাকি বিদ্রূপ করা হচ্ছে নাকি আসলেই বলা হচ্ছে সেটা বুঝার মত ক্ষমতাও তাদের নাই। সুতরাং এইসব পাগলাটাইপের কথা যারা বলে তাদেরকে আমিও একটু ছোট্ট করে হেসে বিজ্ঞানমনস্ক বললাম। (হুম্ম এটাও কিন্তু বিজ্ঞানমনস্ক কথা)

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348511
০৫ নভেম্বর ২০১৫ রাত ০৪:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : হুম্ম এটাও কিন্তু বিজ্ঞানমনস্ক কথা)
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
289347
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হুম্ম
348527
০৫ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৮
অপি বাইদান লিখেছেন : আপনার আল্লাও তাহলে এমনি এমনি হয়ে গেল, নাকি?
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
289348
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : বিজ্ঞানমনস্কদের অবৈজ্ঞানিক কথাগুলো কেমন লাগলো আপনার?
ও হ্যাঁ কেমন আছেন আপু?
348631
০৫ নভেম্বর ২০১৫ রাত ১০:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ চিন্তার ফসল এ কথাগুলো...
মাশাল্লাহ ভাল লেগেছে...!!
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৩:০০
289684
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
361238
০৩ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : মজা পেলুম বন্ধু হে
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:৫০
299485
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File