এই দেশটা তোমার আমার এই দেশটা সবার

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ২৩ অক্টোবর, ২০১৫, ০১:৩২:১৪ দুপুর

এই দেশটা তোমার আমার এই দেশটা সবার

এই দেশটা নয়তো কারো স্বামী কিংবা বাবার

এই দেশটা নয়তো কোনো নেতা-পাতিনেতার

এই দেশটা মেহনতী সব কৃষক,শ্রমিক প্রজার।

এই দেশটা রক্তে কেনা এইদেশটা দামী

এই দেশটা মাথার মকুট এইদেশটা নামী।

এই দেশটায় রাখাল চরায় মাঠে গরুর পাল

এই দেশটার প্রয়োজনে আমরা ধরি হাল।

এই দেশটায় ভোরে শুনি মুয়াজ্জিনের সুর

এই দেশটায় ভোরে ফুটে পুর্বাকশে নূর।

এই দেশটা নয়ত কোনো মিথ্যাবাদী নেতার

এই দেশটা তোমার আমার এই দেশটা সবার।।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346921
২৩ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৪
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : পোষ্টে দেশের একটি ছবি যোগ করতে চেয়েছিলাম। পারলাম না। ব্রাউজার সমস্যা মনে হয়। মডু ভাইয়েরা একটা ছি যোগ করে দিতে পারেন।
346937
২৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ও ও ও ও হো হো হো ও এই দেশটা তোমার আমার এই দেশটা সবার
২৩ অক্টোবর ২০১৫ রাত ০৮:২০
288124
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হুম্ম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File