আজ সারা রাত সে আমার দিকে চেয়ে থেকেছিল
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৬:৫৯ রাত
আজ সারা রাত সে আমার দিকে চেয়ে থেকেছে। আজ নাকি জীবনের সমস্ত যৌবনশক্তি তার শরীরে ভর করেছে। অন্য দিনের তুলনায় তার শরীর আজ একটু লালচে বরণ ধারণ করেছিল ঠিকই। দেখতেও লাগছিল অপরূপ। তার বাড়ন্ত শরীরটা আজ আরো বেশি মোহনীয় ছিল। ফুটন্ত গোলাপের মত বললে কম বলা হবে, বলতে হবে ফুটন্ত গোলাপই বরং তার মত দেখতে। চতুর্দশী কিশোরীর লাবন্যময়তা তার চোখে মুখে ঝরে পড়ছিল। কথা ছিল আজ রাতে সে ফিনফিনে একটি আবরণে মুখ ঢেকে আমাকে দেখবে চোরা দৃষ্টিতে। কিন্তু না, সে আমাকে দেখেছিল যুবতীর নির্লজ্জ চাহনীর মত করে। অপলক দৃষ্টিতে। মাঝে মাঝে ইশারায় কি যেন বলছিল। আমি লজ্জায় চোখ সরিয়ে নিলাম। তবুও মাঝে মাঝে আড় চোখে দেখেছিলাম তার দিকে। না, রঙ্গিন পাতলা ফর্দায় সে এখনো মুখ ঢাকেনি।তার সাথে চোখাচোখি হওয়াতে আমি আবারও লজ্জা পেলাম। এবার আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে যখন আবার তার দিকে দেখলাম, তখন তার মুখটা ছিল অনেকটা মলীন। হয়ত আমার উপর অভিমান করেছে। ভালই হল। আমিও তার সাথে অভিমান করেছি, কথা মত ফিনফিনে রঙ্গিন আবরণে তার মুখটা দেখতে পারিনি বলে। সেভাবে দেখতে নাকি তাকে অনেক সুন্দর লাগে। কিন্তু না। এখনো সেই খোলা চেহারায় সে আমার দিকে চেয়ে আছে। তবে আগের চেয়ে চেহারাটা একটু মলীন। রাগত ভঙ্গিতে সে আস্তে আস্তে পশ্চিমাকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাঙ্ক্ষিত সেই চন্দ্রগ্রহণ আর দেখা হল না। আমিও ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছি।
বিষয়: বিবিধ
১৪৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন