আজ সারা রাত সে আমার দিকে চেয়ে থেকেছিল

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ২৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৬:৫৯ রাত

আজ সারা রাত সে আমার দিকে চেয়ে থেকেছে। আজ নাকি জীবনের সমস্ত যৌবনশক্তি তার শরীরে ভর করেছে। অন্য দিনের তুলনায় তার শরীর আজ একটু লালচে বরণ ধারণ করেছিল ঠিকই। দেখতেও লাগছিল অপরূপ। তার বাড়ন্ত শরীরটা আজ আরো বেশি মোহনীয় ছিল। ফুটন্ত গোলাপের মত বললে কম বলা হবে, বলতে হবে ফুটন্ত গোলাপই বরং তার মত দেখতে। চতুর্দশী কিশোরীর লাবন্যময়তা তার চোখে মুখে ঝরে পড়ছিল। কথা ছিল আজ রাতে সে ফিনফিনে একটি আবরণে মুখ ঢেকে আমাকে দেখবে চোরা দৃষ্টিতে। কিন্তু না, সে আমাকে দেখেছিল যুবতীর নির্লজ্জ চাহনীর মত করে। অপলক দৃষ্টিতে। মাঝে মাঝে ইশারায় কি যেন বলছিল। আমি লজ্জায় চোখ সরিয়ে নিলাম। তবুও মাঝে মাঝে আড় চোখে দেখেছিলাম তার দিকে। না, রঙ্গিন পাতলা ফর্দায় সে এখনো মুখ ঢাকেনি।তার সাথে চোখাচোখি হওয়াতে আমি আবারও লজ্জা পেলাম। এবার আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে যখন আবার তার দিকে দেখলাম, তখন তার মুখটা ছিল অনেকটা মলীন। হয়ত আমার উপর অভিমান করেছে। ভালই হল। আমিও তার সাথে অভিমান করেছি, কথা মত ফিনফিনে রঙ্গিন আবরণে তার মুখটা দেখতে পারিনি বলে। সেভাবে দেখতে নাকি তাকে অনেক সুন্দর লাগে। কিন্তু না। এখনো সেই খোলা চেহারায় সে আমার দিকে চেয়ে আছে। তবে আগের চেয়ে চেহারাটা একটু মলীন। রাগত ভঙ্গিতে সে আস্তে আস্তে পশ্চিমাকাশে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কাঙ্ক্ষিত সেই চন্দ্রগ্রহণ আর দেখা হল না। আমিও ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছি।

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343570
২৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৪
অপি বাইদান লিখেছেন : নিরেট কোরাণ/হাদীস/আল্লা/টাল্লা বাদেও মুমিনদের মাঝে যে নান্দনিক স্বপ্ন বাসা বাঁধে তা এতক্ষনে জানা গেল @ হাবিব ভাই।
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪০
285008
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হুম্ম। জেগে জেগে স্বপ্ন দেখা হয় মাঝে মাঝে। তো কেমন আছেন অপি আপু?
343585
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেখা যাবে আফ্রিকা,ইউরোপ ও অামেরিকা মহাদেশ থেকে। চতুর্দশি হয়েও সে আজকে রানি।
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪২
285010
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হুম্ম। হয়ত। সুর্য উঠার একটু আগে নাকি কেও কেও সামান্য গ্রহণ দেখেছে। ধন্যবাদ আপনাকে।
343604
২৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৮
আবু জান্নাত লিখেছেন : বাহ! চমৎকার সাহিত্যিকতা, দারুন লেগেছে।
২৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০১
285020
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
343630
২৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৬
হতভাগা লিখেছেন : শুধু আপনার দিকেই না , যারা যারা তার দিকে তাকিয়েছে তাদের দিকেও সে তাকিয়ে ছিল।
২৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
285027
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হুম্ম তাই। ধন্যবাদ।
343648
২৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৩১
মুক্ত কন্ঠ লিখেছেন : সাহিত্য সুধা পান করলাম। তৃষ্ণা মিঠলো নাকি আরও বাড়ল বাড়ল ঠিক বুঝতে পারছি না।
ধন্যবাদ!
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
285115
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File