বিক্ষিপ্ত ভাবনা, অতীতের দিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব?

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ৩১ আগস্ট, ২০১৪, ০৮:৩৭:৫৫ রাত



সময় ও নদীর স্রোত কারো জন্যে অপেক্ষা করে না। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতায় এই চির সত্য কথাটা কি মিথ্যা হতে চলেছে? গতকাল কি আবার ফিরে পাওয়া সম্ভব? আমাদের পক্ষে অতীতে চলে যাওয়া কি সম্ভব হবে? হয়ত হ্যাঁ। কীভাবে?

ধরুন বাংলাদেশে যখন দুপুর বারটা,ঠিক তখনই সৌদি আরবে সকাল নয়টা। সৌদি আরব থেকে আরো পশ্চিমে গেলে সময় আরো সকাল। ধরা যাক লন্ডনের গ্রিনিচে তখন সময় সকাল ছয়টা। এখন কেও যদি বাংলাদেশ থেকে দুপুর বারটার সময় রওয়ানা দিয়ে এক মিনিটে বা তার চেয়েও কম সময়ে সৌদি আরব চলে আসতে পারে। তখন সে ছিল বারটাতে কিন্তু এখন চলে এসেছে একই দিনের সকাল নয়টাতে। আর যদি এক মিনিটে বা তার চেয়েও কম সময়ে সে গ্রিনিচে চলে যেতে পারে, তাহলে সে একই দিনের দুপুর বারটা থেকে সকাল ছয়টায় চলে আসতে পারলো। একমিনিটে না। কোনো সময় ব্যয় না করেই চলে আসতে হবে।

কথা ছিল সময় অতীত থেকে ভবিষ্যতের দিকে চলে। যেমন সকাল পেরিয়ে দুপুর তারপর সন্ধ্যা তার পর তার আসবে। কিন্তু যে ব্যাক্তি অল্প সময়ে বা সময় ব্যয় না করেই বাংলাদেশ থেকে সৌদি আরব তারপর লন্ডনে চলে আসলো, সে দুপুরের দিক থেকে সকালের দিকেই আসলো। বলা যায় তার উপর সময় উলটো দিকে বাহিত হয়েছে। যেমন দুপুর থেকে সন্ধ্যার দিকে নয়, বরং সকালের দিকে গড়িয়েছে। তাহলে কি আমরা অতীতের দিকে যেতে পারব?

সেই ব্যাক্তি যখন আরো সামনে যাবে, তখন যেতে যেতে এক সময় আবার বাংলাদেশে চলে আসবে। তখন সে একদিন পেছনে না গিয়ে একই দিনে চলে আসছে। এর কারণ হচ্ছে পৃথিবীর সংকীর্ণতা এবং সূর্যকেন্দ্রিক সময় মাপকের উপর নির্ভরতা। আমরা যদি এটা কেটে উঠতে পারি? কিভাবে? ধরা যাক আমরা পৃথিবীর বাইরের দিকে রওয়ানা দিলাম। মহাকাশের দিকে। যেখানে সূর্যের উপর নির্ভর করে সময় মাপতে হয় না। তাহলে?

সূর্যের উপর নির্ভর করতে হয় না সময় গণনা করা জন্য? এটা কি রকম? হ্যাঁ, এটা একেবারেই সোজা। আমাদের সূর্য তার আশেপাশেই শুধু আলো বিতরণ করে। হতে পারে এটা কোটি কোটি মাইল। এর পরে এই সূর্যের আলোর একেবারেই প্রভাব পড়ে না। যেমন আমাদের সৌরজগতের বাইরে মিল্কিওয়ে গ্যালাক্সিতে এবং এর বাইরেও আরো কোটি কোটি নক্ষত্র বা সূর্য রয়েছে। যেগুলোর অনেকই সূর্য এর চেয়ে লাখ লাখ গুন বড়। সেগুলোর কোনো প্রভাব আমাদের রাত দিনের উপর পড়ে না। ঠিক একইভাবে আমাদের সূর্যের উপর নির্ভর করে যেখানে সময় গণনা করা হয় না, সেখানে যদি আমরা চলে যেতে থাকি? তাহলে কি আমাদের যাত্রা অতীতের দিকে হবে?

জানি না। তবে সময় একটি আপেক্ষিক বিষয়।

চলবে.....

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260173
৩১ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : সৌরজগতের কথা বাদ দিন। আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা ১৪০০ বছর আগের ইসলামী ক্রীতদাস প্রথার যুগে ফিরে যেতে চায়।
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:২৩
203973
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : স্বাধীন মানুষদের সাথে যারা দাসদের মত আচরণ করছে তাদের বিষয়ে কী বলবেন?
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৮
203995

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : খুশির কথা- দাসপ্রথা এখন বিলুপ্ত। দাসপ্রথা শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু এখনো যারা স্বাধীন মানুষের সাথে দাসদের মত আচরণ করে তা মহা অন্যায়। অথচ সৌদি আরবের মুসলিমরা আমাদের বাংলাদেশি ভাইদের সাথে দাসের মতই আচরন করে @ হাবিব ভাই।
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৯
204018
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : সৌদিরা করুক আর লীগেরা করুক বা জামাতেরা করুক, অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে হবে। লগি-বৈঠা দিয়ে মারলে নেকি আর কিল ঘুশি মারলে অপরাধী তা যেন না হয়।
260182
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
203981
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ হে সুশীল সমাজ।
260295
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সময়ের তির এক মুখি। তাই মানুষের স্থানিয় সময় বিভিন্ন হলেও মহাজাগতিক সময় কিন্তু এক।
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২১
204094
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ। সময় আপেক্ষিক হওয়ার বিষয়ে আজকে পোষ্ট দেব ইনশা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File