শেখ সাদীর (রহঃ) কিচ্ছা

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ১৩ আগস্ট, ২০১৪, ১১:০৬:১২ সকাল



শেখ সাদি (রহঃ) গুলিস্তাঁর মধ্যে একটি কিসসা বর্ণনা করেছেন।

এক রাজার কাছে তার এক উজির এক গোলামের বিষয়ে অভিযোগ এনেছে। (সম্ভবত অভিযোগটা মিথ্যা ছিল)। রাজা গোলামের কতলের হুকুম দিলেন।

তখন গোলাম বলল,

ھرچہ رود بر سرم چوں تو پسندی رواست

بندہ چہ دعوی کنم حکم خداوند راست

অর্থাৎ

মহাশয়, আমি আপনার আদেশ মাথা পেতে নিলাম। আপনি যা আদেশ দিবেন তাতেই আমার সন্তুষ্ট থাকা উচিত। আমি সন্তুষ্ট আছিও। কারণ আমি তো গোলাম। গোলামের আবার ইচ্ছা আর অনিচ্ছা কিসের? আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। আপনি চাইলে আমার গর্দনে তলোয়ারও চালাতে পারেন। অথবা আমার মাথায় তাজও পরাতে পারেন। তবে আমার একটি কথা ছিল।

বাদশা বললেন কী বলতে চাও বলো।

গোলাম বলল, মহাশয়, আমি আপনার নুন খেয়ে বড় হয়েছি। আপনার অনেক অবদান আমার উপর আছে। তাই আমি চাই আমার কারণে যেন আপনি আখেরাতে আল্লাহর খাছে ধরা না খেয়ে যান। তাই আমি বলছিলাম যে আমি প্রথমে এই উজিরকে হত্যা করে ফেলি, তারপর এর বদলাতে আপনি আমাকে হত্যার আদেশ দেন। তাহলে আপনার উপর আর গোনাহ থাকলো না।

তখন বাদশা উজিরকে বললেন, উজির সাহেব, গোলামের প্রস্তাব আপনার কাছে কেমন মনে হলো।

উজির বলল, জাহাঁপনা, আপনি আমাদের দু জনকেই ক্ষমা করে দিন

বিষয়: বিবিধ

১৬৫৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253863
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:২২
আহমদ মুসা লিখেছেন : বাল্যকালে পড়া অনেক সুন্দর একটি শিক্ষামূলক কাহিনী স্মরণ করিয়ে দিলেন। যাযাকাল্লাহু খাইরান।
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৩
197763
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এসব কিচ্ছাতে অনেক কিছুই শিখার আছে। ধন্যবাদ আপনাকে।
253866
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৩০
কাহাফ লিখেছেন : ধন্যবাদ ।
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৪
197765
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
253870
১৩ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৫
বুড়া মিয়া লিখেছেন : নৈতিক চরিত্র গঠন এবং একই সাথে ইসলামীক শিক্ষার ব্যাপারে অনেকের জন্যই এসব গল্প খুবই উপোযোগী।

ধন্যবাদ আপনাকে।
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৪
197764
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এসব কিচ্ছাতে অনেক কিছুই শিখার আছে। ধন্যবাদ আপনাকে।
253896
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৫
নাবিলা লিখেছেন : ভালো লাগলো
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
197767
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
253912
১৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২০
হতভাগা লিখেছেন : অভিযোগ পেলেই কোন বিচার না করে রায়ের বিধান কি ছিল তখন ?
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৩
197782
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আসল ব্যাপারটা হচ্ছে বরেণ্য কবি শেখ সাঈদী'র অমর সৃষ্টি গুলিঁস্তান এবং বোঁস্তার মধ্যে এমন অনেক হেকমতপূর্ণ শিক্ষণীয় বিষয় তিনি সাহিত্যরসে সুন্দর শব্দরাজির সুবিন্যস্ত করেছিলেন যা পাঠ করে মানুষ যুগ যুগ নয় শুধু শতাব্দির পর শতাব্দি ধরে তার সৃস্ট সাহিত্য পড়ে সাহিত্যমনা মানুষ যেমন মনের খোরাগ পায় তেমনি মানুষের বাস্তব জীবনেও জীবন চক্রের বাঁকে বাঁকে ভূল ভ্রান্তি থেকে রক্ষা পাওয়ার সুযোগ খুজে বেড়ায়। কবি শেখ সাঈদীর আলোচ্য কবিতাটির ফার্সি ভাষাতেই এক দারুণ আলোড়ন সৃষ্টিকারী কবিতা যা বাংলাতে তার প্রকৃত ভাব এবং কবিতার ভাষা শৈলীর তেজস্ক্রীয়তা প্রকাশের জন্য দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে।
ফার্সিতে একটি প্রবাদবাক্য আছে
যামানা-ই ফার্সী হায়লে দিশওয়ারস্ত, ওয়া লেকিন শিরতরাস্ত। ফার্সী ভাষা কঠিন সত্য কিন্তু এ ভাষার মধুময়তা এতো বেশী যে তার তুলনা হয় না।
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২২
197801
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আজকের এই আধুনিক যুগেও যদি একজনের নামের সাথে মিল থাকায় আরেক জনের ফাঁসি হতে পারে, আইন বিচার নয় ফাঁসি চাই যদি শ্লোগান হতে পারে, ফাঁসি দেয়ার জন্য যদি বার বার আইন পরিবর্তন করা যেতে পারে, তাহলে তখনের কথা আর না বলাই ভাল।
253920
১৩ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ধন্যবাদ পিলাচ
১৩ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২০
197800
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
254319
১৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৬
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৯
198955
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ।
318641
০৭ মে ২০১৫ দুপুর ০৩:১৯
লেন্দুপ দর্জি লিখেছেন : পাপমোচনের সুন্দর পথ
০৭ মে ২০১৫ দুপুর ০৩:৪৭
259847
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File