শেখ সাদীর (রহঃ) কিচ্ছা
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ১৩ আগস্ট, ২০১৪, ১১:০৬:১২ সকাল
শেখ সাদি (রহঃ) গুলিস্তাঁর মধ্যে একটি কিসসা বর্ণনা করেছেন।
এক রাজার কাছে তার এক উজির এক গোলামের বিষয়ে অভিযোগ এনেছে। (সম্ভবত অভিযোগটা মিথ্যা ছিল)। রাজা গোলামের কতলের হুকুম দিলেন।
তখন গোলাম বলল,
ھرچہ رود بر سرم چوں تو پسندی رواست
بندہ چہ دعوی کنم حکم خداوند راست
অর্থাৎ
মহাশয়, আমি আপনার আদেশ মাথা পেতে নিলাম। আপনি যা আদেশ দিবেন তাতেই আমার সন্তুষ্ট থাকা উচিত। আমি সন্তুষ্ট আছিও। কারণ আমি তো গোলাম। গোলামের আবার ইচ্ছা আর অনিচ্ছা কিসের? আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। আপনি চাইলে আমার গর্দনে তলোয়ারও চালাতে পারেন। অথবা আমার মাথায় তাজও পরাতে পারেন। তবে আমার একটি কথা ছিল।
বাদশা বললেন কী বলতে চাও বলো।
গোলাম বলল, মহাশয়, আমি আপনার নুন খেয়ে বড় হয়েছি। আপনার অনেক অবদান আমার উপর আছে। তাই আমি চাই আমার কারণে যেন আপনি আখেরাতে আল্লাহর খাছে ধরা না খেয়ে যান। তাই আমি বলছিলাম যে আমি প্রথমে এই উজিরকে হত্যা করে ফেলি, তারপর এর বদলাতে আপনি আমাকে হত্যার আদেশ দেন। তাহলে আপনার উপর আর গোনাহ থাকলো না।
তখন বাদশা উজিরকে বললেন, উজির সাহেব, গোলামের প্রস্তাব আপনার কাছে কেমন মনে হলো।
উজির বলল, জাহাঁপনা, আপনি আমাদের দু জনকেই ক্ষমা করে দিন
বিষয়: বিবিধ
১৬৫৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
ফার্সিতে একটি প্রবাদবাক্য আছে
যামানা-ই ফার্সী হায়লে দিশওয়ারস্ত, ওয়া লেকিন শিরতরাস্ত। ফার্সী ভাষা কঠিন সত্য কিন্তু এ ভাষার মধুময়তা এতো বেশী যে তার তুলনা হয় না।
মন্তব্য করতে লগইন করুন