ধন্যবাদ ফরহাদ মজহার
লিখেছেন লিখেছেন ব্যতিক্রম বলছি ১৮ এপ্রিল, ২০১৪, ০৬:০৪:২৮ সন্ধ্যা
ফরহাদ মজহার গোড়ায় হাত দেয়ায় এবং তার চাপেই এবি সিদ্দিকিকে ফেরত দিতে বাধ্য হলেন অপহরণকারি ওরফে বাংলাদেশ সরকার এবং 'র' এর যৌথ কমান্ড ।
.
.
.
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ তুলে নিয়ে গেছে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী, কলামিস্ট, কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার।
এমনই আশঙ্কা করে আরো বলছিলেন-
ফরহাদ মজহার বলেন, ‘বিমানবন্দরে ‘র’ অভিযান চালায়, এর চেয়ে ভীতির আর কি আছে? সরকারের অজ্ঞাতে দেশের এমন একটি গুরুত্বপূর্ণ স্থান থেকে একজনকে উঠিয়ে নেয়া হলো। আমার আশঙ্কা হচ্ছে, নারায়ণগঞ্জ থেকে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককেও ‘র’ তুলে নিতে থাকতে পারে।’
নারী সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আপনারাই চিন্তা করে দেখুন- এই সরকারের কাছে আপনার স্বামী, সন্তান নিরাপদ কিনা!’
এই রাজনীতিক ভাষ্যকার আরও বলেন, ‘আমরা অদ্ভুত এক দেশে বাস করছি, যেখানে বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা যা ইচ্ছে তা করতে পারছে। স্বাধীন দেশে এটা চলতে পারে না। কেউ এখানে নিরাপদ নয়।’
তিনি বলেন, ‘লুটপাট ছাড়া কিছুই এই সরকার দিতে পারবে না। সবকিছু লুট করে পরিত্যক্ত আবর্জনার মতো এরা এক সময় বাংলাদেশের ছুড়ে ফেলে দেবে।’
ফরহাদ মজহার বলেন, ‘দেশটা এমনই অদ্ভুত যে, ফ্যাসিস্ট সরকারের একশ্রেণীর সন্ত্রাসী লোক সাংবাদিক পরিচয়ে আমাকে তুলে নিতে দীর্ঘসময় আমার বাসায় অপেক্ষা করেছে।’
তিনি বলেন, ‘যারা বর্তমান সরকারকে সমর্থন করছেন, তাদের পরিবারের কেউ-ই নিরাপদ নয়। আওয়ামী লীগ নামের সরকারটি জন্ম থেকেই ফ্যাসিস্ট। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। হিটলার ও মুসোলিনীর ফ্যাসিজম থেকেও ভয়ঙ্কর আওয়ামী লীগের ফ্যাসিজম।’
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতের দালালীর ফলে তোমার দেহ, হৃদয়, মন সবকিছু পচে গেছে। এর পরিণাম কী?
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
সবকিছু লুট করে পরিত্যক্ত আবর্জনার মতো এরা এক সময় বাংলাদেশের ছুড়ে ফেলে দেবে।’
সত্য বীরপুরুষেরাই বলতে পারে আর এই বীরপুরুষদের একজন ফরহাদ মাজহার.... ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন