আওয়ামী-জামায়াত পরকীয়া? অতএব প্রমানিত!
লিখেছেন লিখেছেন ব্যতিক্রম বলছি ২৪ অক্টোবর, ২০১৪, ০৩:৩৮:৩১ দুপুর
ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযম মৃত্যুর আগে উনার জানাজা নামাযের ইমামের নাম হিসেবে মাওলানা মতিউর রহমান নিজামী ও দেলওয়ার হোসাইন সাইদী'র কথা বলে গেছেন|যারা বর্তমানে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারে আছেন|
মৃত্যুর পর সকালে ১৪ দল এ চাওয়ার বিরোধিতা করেছেন|কিন্তু আওয়ামী তো এক রহস্য চরিত্রের নাম|তাই এ স্পষ্ট বিরোধিতায় রহস্যের গন্ধ পাচ্ছি|ফলে উনার জানাজার নামাযের ইমাম নিজামী ও সাইদী হলে অবাক হওয়ার কিছু নেই| আওয়ামী লীগ এর মাধ্যমে আরেকবার ২০দল ভাঙ্গার চেষ্টা করবে|কারণ তাদের আছে মিডিয়া|তারা নিজামী ও সাইদী ইমামতি করার সুযোগ দেবেন|আর মিডিয়া প্রচার করবে এটা আওয়ামী-জামায়াতের আঁতাতের ফল|এবং বিএনপি'র আওয়ামী প্রেমী ও জামায়াত বিদ্ধেষীরা বলবে সত্যি-ই তো আওয়ামী ও জামায়াত পরকীয়া চলছে|
একারণেই ইমামতির এ সুযোগ দান|
অতএব আওয়ামী-জামায়াত পরকীয়া প্রমাণিত|!
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
প্রতিটা বিষয়ে খুত অন্বেষণ বাংগালীর স্বভাবজাত যেন,লেখনীতে আবারো তা প্রমানিত হল!
মন্তব্য করতে লগইন করুন