"রাহমাতুল্লাহি আলাইহি" শব্দের অপব্যবহার ও কিছু তিক্ত কথন...
লিখেছেন লিখেছেন আহমাদ গনি ১৬ আগস্ট, ২০১৪, ০৪:৫৫:৫০ বিকাল
প্রতিটি বস্তুর একটি ব্যবহারস্থল রয়েছে, আছে সীমাবদ্ধতা ও উপযোগিতার প্রশ্ন। স্থান জ্ঞানের তোয়াক্কা না করে বস্তুর অবাধ ব্যবহারকে "অপব্যবহার" বলা হয়। অপব্যবহার যেমন বেমানান তেমন অকল্যাণকর ও বিপদসংকুল। দৃষ্টিকটু ও শ্রুতিকটুও বটে, যদি তা ইন্দ্রিয় সংক্রান্ত বিষয় হয়।
এই অসম্মান কিংবা বিপদ বস্তু ও ব্যবহারস্থল উভয় দিকেই প্রযোজ্য। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যাক। টুপি ও জুতা, এ দুটি বস্তুর কথায় ধরুন। উভয়টির ব্যবহারস্থল ভিন্ন। টুপি, এর ব্যবহারস্থল মাথা। এটাকে যদি পায়ে দেওয়া হয়, তবে টুপির অসম্মান। এটা হলো বস্তুর অসম্মান। পক্ষান্তরে জুতার ব্যবহারস্থল হলো পা। এটাকে পায়ে না দিয়ে যদি মাথা অথবা শরীরের অন্য কোনো স্থানে দেওয়া হয়, তাহলেও অসম্মান। তবে বস্তুর নয়, ব্যবহারস্থলের।
ব্যতিক্রম,
উপরোক্ত কথাগুলো চিরাচরিত ধারার সংক্ষিপ্ত বর্ণনা মাত্র। কখনো এর ব্যতিক্রমও হয়ে থাকে, হওয়া অস্বাভিকও নয়। যেমন জুতার কথাই ধরি। এটার ব্যবহারস্থল পা হলেও কখনো কখনো এটা বৃষ্টির রূপ ধারণ করে, আর উড়ে এসে অবতরণস্থলকে জুতা-স্নানের স্বাদ অস্বাদন করায়, করিয়েছেও এবং ক্ষেত্রে বিশেষে এটা প্রয়োজনও। তবে "যুগের আবর্তন-বিবর্তনই বস্তুর ব্যবহার ভূমিকায় এমন পরিবর্তনের কারণ" এমন ভাবার মোটেও অবকাশ নেই। কারণ ব্যবহারস্থলের প্রয়োজনেই বস্তুর সৃষ্টি। সুতরাং বস্তু(ধরুন, জুতা) আপন ব্যবহারস্থল(পা) ভিন্ন অন্য স্থানে(শরীর) ব্যাপকভাবে ব্যবহার বা প্রয়োগ হলে, তখন এটাই ধরে নিতে হবে যে, ভিন্ন ব্যবহারস্থল(শরীর) ঐ বস্তুর(জুতা) উপযোগী হয়েছে। যেহেতু এ ধরণের ঘটনা বিচ্ছিন্ন, অত্যল্প ও ব্যতিক্রম হয়ে থাকে, তাই এগুলোকে কেন্দ্র করে চিরাচরিত ধারাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই, বরং এগুলোকে "ব্যতিক্রম পাড়ায়" নির্বাসনে পাঠানোই শ্রেয়। এবার আসা যাক আসল কথায়।
যে কারণে স্টাটাসটি লেখা..
গতকালকের দিবসটি অনেকের জন্য বিশেষ দিবস ছিলো। কারো জন্য স্মরণীয় ছিলো, আর কেউ দিবসটিকে স্মরণীয় বানিয়ে নিয়েছে। স্মরণ-বরণের এই উত্তাপ বাহিরের জগতের চেয়ে ভার্চুয়াল জগতেই বেশি ছিলো। ফেসবুকেও একি বিষয়কে কেন্দ্র করে শতাধিক লেখা চোখে পড়েছে। এতে অবশ্য আপত্তি করার কিছুই নেই। তবে বেশ কয়েকটি লেখায় একটি বাক্যাংশের ব্যবহারে এবং বারবার ব্যবহারে অনেককেই অবাক হতে দেখেছি। বাক্যাংশটি হলো "রাহমাতুল্লাহি আলাইহি"। অবাক হওয়ার কারণ ব্যবহারস্থলের অনোপযোগিতা। যাতে বাক্যাংশটির শুধু অপব্যবহারই হয় নি, বরং ব্যবহারস্থল ভিন্ন ব্যবহার এটার মারাত্মক মানহানী করেছে বলতে হবে। অপব্যবহারের মাধ্যমে এই বাক্যাংশের উপর এমন নির্যাতন আগে কখনো গিয়েছে কিনা আমার জানা নেই।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লিখাটি আরও ক্লিয়াার করা উচিত ছিলো। কালকে গেছে ১৫ আগস্ট। সেটা সকলে জানে। কিনতু "রাহমাতুল্লাহি আলাইহি" এই শব্দ কারা কোথায় কোন লিখায় বা বক্কব্যে ব্যবহার করলো সেটা বলেননি এবং কোন লিংকও দেননি কোন লিখার। আসলে কার কথা সত্য সেটাই জানা দরকার।
@সেলিম
মন্তব্যের সবাইকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন