৭০০ শত ইসলামী বই..
লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ১৬ আগস্ট, ২০১৪, ০৫:০২:২১ বিকাল
						 
						 ইসলামে জ্ঞানহীন ইবাদাহ মূল্য কম। জ্ঞান ছাড়া জানা যায় না কোনটা ইবাদাতের পদ্ধতি। তাই জ্ঞানার্জন করাও যে ইবাদাহ সেটা রাসূল সা স্পষ্টতই বলে দিয়েছেন হাদীসে(মিশকাত জ্ঞান অধ্যায় দেখতে পারেন)
আর রাসূল (সা) দোয়া করতেন - হে আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করুন। 
ইসলামে জ্ঞান কোন কাজে আসে না যতক্ষন না সেটা কোন কাজে লাগে । এ কারণেই আল্লাহ রাব্বুল আলামীন ইমান আনার সাথে সর্বদা আমলের কথা বলেছেন।
সাহাবারাও একটি আয়াত পাঠ করতেন, আমল করতেন ও পরের আয়াতে যেতেন।
জ্ঞানের দুটি ধারা আছে, এক এটা অহংকার তৈরি করে এবং দুই হল এটা আল্লাহর কাছে নিয়ে যায়।
একটা ছিল ইবলিসের গুন আরেকটা হল কোরআনের আয়াত - 
নিশ্চয় আমার বান্দাদের মাঝে যারা জ্ঞানী তারাই আমাকে ভয় করে।
সুতরাং কেউ কি আছে এই জ্ঞানের সাথে আমল করবে?.
এই লিংকে গেলেই পাবেন বিশাল বই এর লিস্ট, সাথে সরাসরি ডাউনলোড লিংক , শেয়ার করতে ভুলবেন না-সাদাকায়ে জারিয়া অর্জনের জন্য একটা ক্লিক ই যথেষ্ট.।আমরা রাজি তো?!
বিশেষত আমালের বিষয়গুলো এইসব বইগুলো থেকে জেনে, বুঝে পড়ুন ও রাসূল সা ঠিক যেইভাবে করেছেন সেভাবেই করার চেষ্টা করুন- দেখবেন মনের মাঝে প্রশান্তির এক স্পর্শ ছুয়ে যাবে সর্বদা। আজ থেকেই চেষ্টা করুন না- 
নিশচয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু তারা ব্যতিত যারা ঈমান এনেছে ও সৎ আমাল করেছে.।(সুরা আসর)
ইসলামী বই +ডাউনলোড লিংক - 
http://www.pchelplinebd.com/archives/35873						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন