জয়.ই. মামুনের পলিটিকাল স্ট্যাটাস অন ফেছ বুক।
লিখেছেন লিখেছেন কেলিফোরনিয়া ১০ এপ্রিল, ২০১৪, ০৬:৩০:০১ সকাল
"পোকায় ধরেছে আজ এদেশের ললিত বিবেকে...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, এমনকি স্বাধীনতা চানওনি- এ কথা বলেছেন জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যত কাণ্ডারি, চিকিৎসার নামে লন্ডনে পলতক একুশে আগস্টের গ্রেনেড হামলাসহ বিভিন্ন হত্যা ও দুর্নীতি মামলার আসামী, জিয়া- খালেদা দম্পতির সুযোগ্য পুত্র তারেক রহমান।
ধারণা করি, তার এই বক্তব্য শোনার পরই কিছু জাতীয়তাবাদী বুদ্ধিবেশ্যাও বলা শুরু করবে, হ্যা ঠিকই তো শেখ মুজিব অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি, তার কন্যা শেখ হাসিনাও অবৈধ প্রধানমন্ত্রী। এরা কেউ দেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধ করেনি। জিয়া স্বাধীনতা ঘোষণা করার পর তার নেতৃত্বে গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাঈদী, খালেদা জিয়া, তারেক আর কোকো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যেমন কিছুদিন আগে তারেকের মহান মাতা মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে বলেছিলেন, তারা মুক্তিবাহিনী হতে পারে তবে মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা হলেন একমাত্র জিয়াউর রহমান এবং তার দলের লোকেরা। চামচারা আরো বলবে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র বৈধ রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান এবং একমাত্র বৈধ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বৈধ মন্ত্রী মতিউর রহমান নিজামী আর দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়ার ইতিহাসের একমাত্র সৎ যোগ্য শিক্ষিত রাজনীতিবিদ হলেন তারেক রহমান। অচিরেই টেলিভিশন টক শো এবং সংবাদপত্রের পাতায় এইসব বুদ্ধিবেশ্যাদের সরব উপস্থিতি চোখে পড়বে সবার।" ____জয়. ই. মামুন।
এটা ভাদা সাংবাদিক জয় ই মামুনের একটা পলিটিকাল স্ট্যাটাস। সাধারণ মাইনসে এই ধরনের
স্ট্যাটাস দিলে মনেরে বুজ দেওন যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাকি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেননি, এমনকি স্বাধীনতা চানওনি...। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রাহমানের পুত্র
তারেকের এই কথা গুলার যুক্তি সঙ্গত উত্তর দিলে, জয় ই মামুনরে জ্ঞানই সাংবাদিক বইল্লা মাইনা লইতাম। আর তিনি যাদের কে বুদ্ধিবেশ্যা বইল্লা ইঙ্গিত করছেন, কই আপনার
মুক্তি মুক্তিযোদ্ধের ইতিহাস জ্ঞান তো একটু গর্ভপাত করতে দেকলাম না। পারলে তারেকের মন্তব্বের যুক্তি যুক্ত জবাব দিতেন।
যাদের কে আপনি জাতীয়তাবাদী বুদ্ধিবেশ্যা বইলচেন, তাঁরা আরজাই হোক, ভারতীও বুদ্ধিবেশ্যা না। আর আমরাও চাই, আমাদের দেশ আবার স্বাধীন হলে
ভারতীও বুদ্ধিবেশ্যারা এই দেশ ছাইড়া চইলা যাবে। কারণ, যা দুষ্ট ছেলের দল..... করার পরে কিন্তু একটি পয়সাও দিবে না।
বিষয়: রাজনীতি
২০১৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবেগ দিয়া ইতিহাস লিখা তো ৭১ সালটারে উপন্যাস বানাইয়া ফেলছেন।
আর চটি পিয়াল যদি আপনার ইতিহাসবেত্তা হইয়া থাকে, তাহইলে উলু বনে
মুক্তা ছড়ানর ইচ্ছা আমার নাই।
মন্তব্য করতে লগইন করুন