ঠিকানা

লিখেছেন লিখেছেন কেলিফোরনিয়া ০৯ এপ্রিল, ২০১৪, ০৫:১৭:৪৯ সকাল

আজ হতে শত আলোক বর্শ দূরে যেখানে নক্ষত্র আর তারার মেলা বসে।

ঠিকানা আমার জ্বলে থাকা তারা দের সাথে

যেখানেই থাক এই সবুজ গোলকে ,

আমার বিচরণ সকল কক্ষপথে ...

অলস বিকেল তোমার কিম্বা চুল ছেড়ে জানালার পাশে

হয়তবা তুমি শহুরে পথ ধরে আসছ , রিকশার হুড খোলা

আমি নীরব চোখে

আজ হতে শত আলোক বর্শ দুরে , আমি আছি ভাল তাঁরা দের সাথে ।

ছোট শহর, ছোট ঘর , অযশ্র মানব কোলাহলে;

তুমি আত একা

কাছ হতে হয়নি দেখা আজ যত চোখে পরে,

তোমার তুমি কে চিনেছি তারা দের সাথে মিশে।

পৃথিবীর সব গদ্যে পদ্যে আমি থাকি,

আমি থাকি শত আলোক বর্ষ দূরে।

বিষয়: সাহিত্য

১১৬৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204905
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:০১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চমৎকার একটা কবিতা লিখেছেন! শুভ কামনা রইলো!
১০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪০
154433
কেলিফোরনিয়া লিখেছেন : Good Luck আমার আমার সাথেই থাকুন
204956
০৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৯
ধ্রুব নীল লিখেছেন : চমত্‍কার । ব্লগে আপনাদের মত কাব্যিক মানুষদের খুঁজছিলাম
205497
১০ এপ্রিল ২০১৪ রাত ০৪:০০
কেলিফোরনিয়া লিখেছেন : ধ্রুব নীল @ ভাই কে আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File