গিনেজ বুকে বিশ্ব রেকর্ড

লিখেছেন লিখেছেন মানসুর ০৯ এপ্রিল, ২০১৪, ০৭:২০:৩৭ সন্ধ্যা

ঢাকা : ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’—গাইতে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সমবেত হন লাখো মানুষ। লাখো কণ্ঠে গাওয়া বাংলাদেশের জাতীয় সংগীতের রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা জানায়।

ইতোপূর্বে রেকর্ডটি ছিল ভারতের দখলে। এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে সর্বশেষ বাংলাদেশের রেকর্ডের তথ্যটি হালনাগাদ না করায় ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। রেকর্ডটি আদৌ গৃহীত হয়নি বলে বিভিন্ন মহলে গুজব ওঠে।

লাখো লোকের মিলিত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগটি ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের। বাস্তবায়নে সহায়তা করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। ওই দিন জাতীয় প্যারেড ময়দানে ঢোকার সময় স্বয়ংক্রিয় যান্ত্রিক গণনা অনুসারে লোক হয়েছিল দুই লাখ ৫৪ হাজার ৬৮১ জন। এতেই গত বছরের ৬ মে সাহারা গ্রুপের আয়োজনে এক লাখ ২২ হাজার লোকের একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার ভারতের রেকর্ডটি ভেঙে নতুন বিশ্বরেকর্ড হয়। গতকাল সেটির চূড়ান্ত ফল জানিয়ে দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

বিষয়: আন্তর্জাতিক

১১৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205282
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালো লাগলো খবরটি শুনে। আমরা সুন্দর জাতি হিসেবে বিশ্ব রেকর্ড করতে চাই।
205295
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ ।
205318
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দেশপ্রেম এভাবে প্রকাশ পায়না,
শিরর্নি এমনি এমনি মিঠা হয়না,
চিনি দেয়া লাগে চাল দেয়া লাগে,
চাল চিনি ভিক্ষায় এনে রেকর্ড হয়না।
205381
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৬
মাটিরলাঠি লিখেছেন : যাক অনেক দিন রেকর্ড বাজানো যাবে।
205395
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫২
হতভাগা লিখেছেন : বাংলাদেশের আরও একটি রেকর্ড আছে যা আর কেউ ভাঙ্গতে পারবে না ( বাংলাদেশ নিজেরা ছাড়া )

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File