প্রবীণ খ্যাতিমান সাংবাদিক এবিএম মূসা আর নেই।

লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ০৯ এপ্রিল, ২০১৪, ০৭:১৪:৫৪ সন্ধ্যা



প্রবীণ খ্যাতিমান সাংবাদিক

এবিএম মূসা আর নেই।

(ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহির

রাজিউন)।

বুধবার দুপুরে রাজধানীর

ল্যাবএইড

হাসপাতালে চিকিৎসাধীন

অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন তিনি বার্ধক্যজনীত

রোগে ভুগছিলেন।

তার

মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আল্লাহ তার নেক আমল কবুল করুন

ও তাকে জ্জানবাসী করুন

এবং তার পরিবার-পরিজনসহ

সকলকে এ শোক সহ্য করার

তাওফিক দান করুন। আমীন।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205248
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
শিশির ভেজা ভোর লিখেছেন : নাই Sad Crying Crying একদিন আমিও নাই আপনিও নাই হয়ে যাবেন। ভাবতেই বুকটা ধরে আসে
205287
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আঁধার কালো লিখেছেন : একদিন আমিও নাই আপনিও নাই হয়ে যাবেন। Crying
205296
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
অনেক পথ বাকি লিখেছেন : খবরটি শুনে খুবই খারাপ লাগলো ।ভাবতেই বুকটা ধরে আসে ।
205411
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
205426
০৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7238

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> রায়হান রহমান লিখেছেন : সাহসী সাংবাদিক মুসা প্রজন্মের আজন্ম বাতিঘর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File