শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন সমুদ্রপার ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১০:৪৭ বিকাল

চলমান রাজনৈতিক সংকটের শেষ কোথায়? যে বিদেশিদের চাপে ২০১৪ সালে শেখ হাসিনা বিরোধী দল ও ভোটারবীহিন নির্বাচন আয়োজন থেকে সরে দাড়ায়নি সেই শেখ হাসিনা বিদেশিদের পরামর্শমাফিক ক্ষমতা ছেড়ে দেবে বলে মনে হয়? আওয়ামিলীগের হাতে এখন বিড়াট অস্ত্র রয়েছে বিএনপির বিরুদ্ধে যেটা হচ্ছে নাশকতা।এই এক গান গেয়ে তারা বিদেশীদের থামিয়ে দেবে।সেনাবাহিনীও এগিয়ে আসবে না এটাও এখন পরিস্কার। তাহলে বিএনপি কিসের অপেক্ষায় আছে? বিএনপির পক্ষ নিয়ে যারা সহিংষতায় অংশগ্রহন করেছে , তাদের অধিকাংশই কথিত বন্দুক যুদ্ধের শিকার হয়ে পরপারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের জাতীয় বীরের সম্মান জানিয়ে তাদের দ্বায়িত্ব শেষ করেছেন!! একবারের জন্যও কি খোজ নিয়েছেন এই নিহতদের পরিবার পরিজনেরা কেমন আছেন?

খালেদা জিয়া কিসের আসায় রাজনৈতিক কার্যালয়ে বসে আছেন উনিই ভাল বলতে পারবেন।বিদেশি কতিপয় কুটনীতিকদের আনাগোনা কি সরকারের ভিত নড়াতে সক্ষম? এখন আবার শোনা যাচ্ছে আন্দোলনের কৌশল নাকি পরিবর্তন করবেন। কি সে কৌশল? নতুন কোন নাশকতার ফর্মুলা?

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় বাকশালের মুখে জোড়ালো লাথি মেরে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। আর বর্তমানে বিএনপির মত একটি শক্তিশালী বিরোধী দলকে নাশকতানির্ভর জঙ্গী দলরুপে উপস্থাপন করে বহুদলীয় গনতন্ত্রের কবর রচনা করতে চলেছে তার দুর্নিতিবাজ পুত্র ও স্ত্রী।

বিষয়: বিবিধ

৮১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305573
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৫
হতভাগা লিখেছেন : দেশ থেকে দূর্নীতিবাজ ও জঙ্গি এবং স্বাধীনতা বিরোধীদের মূল উতপাটন করার জন্য হাসিনা জনগনের ভোট পেয়েছে ।

এসব না করে ধানাই পানাই করলে জনগনই হাসিনাকে ছেড়ে কথা বলবে না ।
305599
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এসব আবালমার্কা বিএনপি দিয়ে সরকার পতন হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File