বিএনপি কি এভাবে সরকার পতন ঘটাতে পারবে?

লিখেছেন লিখেছেন সমুদ্রপার ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৫৩:৪৮ দুপুর

বিরোধী দলের সকল প্রকার রাজনৈতিক অধিকার হরন করে, নেতাকর্মীদের গুম নয়ত ক্রুস ফায়ার এবং সর্বশেষ খালেদা জিয়াকে রাজনৈতিক কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে বন্দী করে যে ধরনের নজিরবীহিন বাকশালী স্বৈরাচারী আচরন করেছে হাসিনা সরকার তাতে দেশে বিদেশে এই সরকার তীব্র নিন্দা ব্যতীত আর কিছু কুড়াতে সক্ষম হয়নি।মানুষের মধ্যে বিএনপির জন্য একটা জোড় সমর্থন তৈরী হচ্ছিল। বিশেষ করে রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সকল নাগরিক সুবিধা কেড়ে নিয়ে জনগনকে পক্ষান্তরে খেপিয়ে দিচ্ছিল সরকার। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিএনপি এই দফায় জনগনকে এই আন্দোলনে সামিল করতে সক্ষম হত।। আর একমাত্র তবেই এই সরকারের পতন দ্রুত ঘটানো সম্ভব হত। কিন্তু হায় যে বিএনপির জন্য আমাদের সহানুভুতি তৈরী হচ্ছিল আমরা ভুলে গিয়েছিলাম সেই বিএনপির তারেক রহমানের কথা। খালেদা জিয়া নামধারী এক ক্ষমতালিপ্সু দাম্ভিক মহিলার কথা যার সাথে বাকশালী স্বৈরাচারী হাসিনার সামান্যই পার্থক্য।লগি বৈঠার তান্ডব ঘটিয়ে এবং শেরাটন হোটেলের সামনে বাসে গান পাউডার ছড়িয়ে সাতজন মানুষ পুড়িয়ে ক্ষমতায় এসেছিল হাসিনা। সেই একই কায়দায় ক্ষমতায় যেতে চাইছে খালেদা। নিশৃংষতা, মানবিকতা জাতীয় শব্দগুলো অতিক্রম করে কেবল দুই দলের লাভক্ষতির হিসাব নিকাশে যদি যাই তবে কি দেখতে পাই? কি পেয়েছে বিএনপি হাসিনার পথ অনুসরন করে? সাতটি পুড়ে যাওয়া কয়লা লাশের বদলে আজ প্রায় পঞ্চাশের কাছাকাছি পুড়ে যাওয়া কয়লা লাশ! হাসপাতালের বার্ন ইউনিট জুড়ে হাজারো মানুষের আহাজারি!আজকের তথ্য প্রযুক্তির যুগে সেই সব দৃষ্য ফলাও করে দেখানো হচ্ছে টেলিভিশনে, ইন্টারনেটে।খালেদা জিয়ার টেলিফোন রেকর্ড ছেড়ে দেয়া হয়েছে ইন্টারনেটে যেখানে শুনতে পাই কি ভয়ঙ্কর বিশ্রি ভাষায় লোকজনদের রাস্তায় নামাতে বলা হচ্ছে।রাস্তায় নামলেই ভবিষ্যতে মূল্যায়নের টোপ দেয়া হচ্ছে। ডিবি অফিসে বিএনপির নেতারা জেরার মুখে স্বীকার করছে যে , যাবতীয় নাশকতার নির্দেশ আসছে বিদেশ থেকে। লাখো এস এসসি পরীক্ষার্থীর পরীক্ষা ভন্ডুল করে কোকো রহমানের মেয়েদের মালয়েশিয়ায় ফেরত পাঠানো হয়েছে তাদের পরীক্ষায় অংশগ্রহন করতে! হরতাল অবরোধের মাঝ দিয়ে তাদের নিরাপদে বিমানবন্দর পার হবার ছবি এখন ঘুরে বেড়াচ্ছে নেটে। কুচক্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে বিএনপিকে একটি রাজনৈতিক দল নয় জঙ্গী দল হিসেবে বহির্বিশ্বে তুলে ধরতে সমর্থ হয়েছে।বিনা ভোটে ক্ষমতায় গিয়ে যে চাপের মুখে হাসিনা পড়েছিল , বিএনপি সেটা দূর করল করল তারেক রহমানের নির্দেশ মানতে যেয়ে।

জনগনের কংকালের সিড়ি বেয়ে বিএনপি কি পাবে ক্ষমতার স্বাদ?

বিষয়: বিবিধ

১৮৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303128
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫২
245181
হতভাগা লিখেছেন : আমারও ভাল লেগেছে
303132
০৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৩
হতভাগা লিখেছেন : ধুম ধাড়াক্কা মাইর পিট যারা দিতে পারে বাংলাদেশের জন গন তাদেরকেই ক্ষমতায় বসায় ।

২০০৬ এ লগি বৈঠা প্রয়োগ করে ২০০৮ এ ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ , তাও আবার ৮৭% আসন নিয়ে ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
245302
জাকির বেপারী লিখেছেন : ঠিক
303156
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মানুষ মাইরা কি ক্ষমতায় যাওয়া যায় বাহে?
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৪
245455
হতভাগা লিখেছেন : খ্ষমতায় যেতে হলে লাশের সিঁড়ির ওপর দিয়েই যেতে হয় - এটা প্রমানিত সত্য , ১৯৯৬ ও ২০০৮ এ আমরা তাই দেখেছি ।
303173
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
রক্তলাল লিখেছেন : ব্যাপারটা বিএনপির হলে এতদিন আন্দোলন হতনা।

সাঈদী এবং এলেকশনের সময় আওয়ামীরা হত্যা করেছে। কিন্তু আন্দলন আরো প্রখর। মানে হল আওয়ামীকে যেতেই হবে।

কোনো মায়াকান্না ভুজুং ভাজুং কাজে আসবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File