"পরকালের পথে যাত্রা" টা কেমন হবে? শুনতে চান?
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৩ জুলাই, ২০১৪, ০৬:৪৮:৪৮ সন্ধ্যা
আসলে না জানাটাই কি মূল সমস্যা? একজন বেনামাজীকে জিজ্ঞেস করুন, “ভাই, আপনি কেন নামাজ পরেন না?কেউ কিন্তু বলবে না, “কেন ভাই নামাজ পরা ফরজ নাকি? জানতাম নাতো!”
একজন আপুকে জিজ্ঞেস করুন, “আপু, যে কোন নন-মাহ্রামের সামনে আপনার কিছু বিধান অনুযায়ী পর্দা করা ফরজ --আল্লাহ্-র আইন, তাও আপনি কেন হিজাব করছেন না?"
কোনো আপুর এটা বলার সম্ভাবনা কিন্তু খুব-ই কম, “ইসলামের হিজাবের কথা টা আমি জানতাম না তো!”
ইসলাম নিয়ে অজ্ঞতাটা একটা উল্লেখযোগ্য সমস্যা বটে, কিন্তু সমস্যার মূল আরো গভীরে। আমরা দেখি যে, জানার পরো, বুঝার পরো, জেনে-বুঝেই বহু মানুষ তাদের পাপের পাল্লা ভারী করছে।
তাহলে মূল সমস্যা টা কোথায়?
মূল সমস্যাটা হচ্ছে আমাদের ঈমানের ঘাটতি, বিশ্বাসের ঘাটতি। আল্লাহ্-র আইন মেনে না চললে যে, আমাদেরকে দুনিয়ার হাড়-মাংস কয়লা করে ফেলা আগুনের চেয়েও সত্তর গুণ বেশি শক্তিশালী আগুনে পুড়তে হবে- আমাদের এই বিশ্বাসের দৃঢ়তা আসলে কতটুকু? একজন যদি ১০০% নিশ্চিত থাকে যে, সে যদি আল্লাহ্র আইন না মানে তাহলে তাকে যে রব সবচেয়ে বেশি ভালোবাসে, সেই আল্লাহ্-তা'আলার-ই ক্রোধের আগুনে পুড়তে হবে, এরপরো কি কারো পক্ষে এমন কিছু করা সম্ভব?
-জ্বী! ঈমানের ঘাটতি হলেই সম্ভব!
আর ঈমানের ঘাটতির কারণেই অনেকে আখিরাতের উপর বিশ্বাস থাকা স্বত্ত্বেও শয়তান একটু ওয়াস্ওয়াসা দিলেই, “আরে! যা করার করে ফেল, আল্লাহ্ তো অতীব দয়ালু, তোকে মাফ করে দিবেন, যত ইচ্ছা পাপ কর!” ব্যস! আর পায় কে?
কোন সন্দেহ নেই, আল্লাহ্ তা’আলা অবশ্যই ক্ষমাশীল পরম-দয়ালু। যে কুরআনে লিখা আছে, “আপনি আমার বান্দাদের জানিয়ে দিন যে, নিশ্চয় আমিই একমাত্র ক্ষমাকারী দয়ালু ”। (সূরা আল হিজর: ৪৯)। ___ সে কুরআনেই লিখা আছে যে, “আর নিশ্চয়ই আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা আল হিজর: ৫০)
অতএব, আল্লাহ্ ক্ষমা করে দিবেন- এ চিন্তা করে যদি একের পর এক পাপ করতে থাকেন, মনে রাখবেন, আপনি আল্লাহ্-র সাথে ধোঁকাবাজি করছেন না, নিজেই নিজের সাথে ধোঁকাবাজি করছেন।
এখন এই ধোঁকা থেকে বাঁচবার কি উপায়? আমাদের এই আখিরাত-বিমুখ, দুনিয়া-আসক্ত হৃদয়ের ঈমানের ঘাটতি পূরণের জন্যে কি করা যায়?
কুরআন ও হাদীসের অনেক বর্ণনা অনুযায়ী আমাদের ঈমান ঠিক রাখতে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। আমরা মৃত্যুকে ভুলে থাকি দেখেই ভুলে যাই যে, দেহ থেকে আত্মা বের হয়ে যাবার সাথে সাথে এ দুনিয়ার সাথে সকল লেন-দেন শেষ! রবের সামনে হাজির হয়ে তখনই হবে আসল লেন-দেনের শুরু।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
“তোমরা (দুনিয়ার) স্বাদ-আহলাদ নিঃশেষকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।”(তিরমিযী )
তাই সেই উসিলায় আপনাদের সামনে পেশ করছি “The Hereafter: পরকালের যাত্রা” বাংলা অডিও লেকচার সিরিজ।
২২ পর্বের এই সিরিজটি ইমাম আনোয়ার আল-আওলাকির “The Hereafter” সিরিজের বাংলা সংকলন।
যারা এই কাজটি সম্পাদনা ও পরিচালনায় জড়িত আছেন, আল্লাহ্ যেন তাদের কে উত্তম প্রতিদান দেন- আ’মীন।এই সিরিজের লেকচারগুলি ফ্রী পেতে ও ডাউনলোড করতে পারেন এই লিংকে গিয়ে,
'পরকালের পথে যাত্রাঃ বাংলা অডিও সিরিজ' হোম পেইজ
যাদের ফেসবুকে একাউন্ট আছে তারা বিস্তারিত জানতে তাদের এই অফিসিয়াল ফেসবুক পেইজটিও ভিসিট করতে পারেন,
পরকালের পথে যাত্রার ফেসবুক পেইজ
শোনার মতন একটা জিনিস, অন্তর কাঁপিয়ে চোখে ফেটে পানি আসার মতন একটা লেকচার সিরিজ! শুনলে মনে হয় মরচে ধরা ঈমান টাতে কেউ বুঝি পানি ঢেলে তাজা করে দিল !!
আত্মাকে মালেকুল ম’উতের দেহ থেকে বের করা থেকে শুরু করে কিয়ামতের আলামত, দাজ্জাল, ইমাম মাহদী ও ঈসা(আঃ ) এর আগমন সহ- অনেক গুরুত্বপূর্ণ তথ্য লেকচার সিরিজটিতে পাবেন। সত্যি না শুনলে অনেক কিছু মিস্ করবেন!
এই রমাদানে নিজের ঈমানকে রিনিউ করার এর থেকে ভালো সুযোগ আর আসে কি না কে জানে?
সবাইকে শোনার অনুরোধ রইলো।
বিষয়: বিবিধ
১৬২৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন