গাজায় ইজরাইলী গণহত্যার বাস্তব ছিত্র (দয়া করে যাদের হার্টে সমস্যা আছে তার দেখবেন না।
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৩ জুলাই, ২০১৪, ০৬:৩৮:২০ সন্ধ্যা
হে আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের তুমি সাহায্য কর জালিমদের জন্য তুমি আসমানী ফয়সালা নাযিল কর. মুসলিম উম্মাহকে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দাও।
বিষয়: বিবিধ
২২৩৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"হে মুসলিম!আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে,তাঁকে হত্যা কর।"
"কেউ কী নেই, আরব অথবা মুসলিম নেতা? কেন উঠে দাঁড়াও না এবং তোমার একটি আঙুল হলেও কেন বাড়িয়ে দিচ্ছ না গণহত্যার শিকার ফিলিস্তিনিদের জন্য? সৃষ্টিকর্তা তোমাকে ধ্বংস করে দিবে। কোথায় এরদোগান, অটোমানের রক্ষাকর্তা? কোথায়- ওয়ালিদ বিন তালহা বিন আব্দেল আজিজ আল সৌদ, কোথায় ফক্স এবং স্কাই নিউজের সহযোগী মালিক? কোথায় আরব জাহানে শাসনকর্তা? আরবের এই খুনের দায় সবাইকে নিতে হবে। কোথায় দুই মসজিদে বন্দি বাদশা আব্দুল্লাহ? কোথায় মিশরের নতুন নাছের জেনারেল সিসি? শ্রদ্ধার সঙ্গে আমি আরব এবং মুসলিম নেতাদের কাছে উপরের এই প্রশ্নগুলোর উত্তর চাই। তাদের বলতে চাই- আপনাদের লজ্জা বলে কী কোনো অনুভূতি আছে? বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে নিজেকে বিচার কর…"
মধ্যপ্রাচ্যের বিশ ফোঁড়াটা বিষের লাগাম খুলে/
নরক প্রলয় আনলো গাজায় বজ্র ধ্বনি তুলে/
মার্টার শেলের তপ্ত আঁচে/
অগ্নিশীখার মত্ত নাচে/
হানলো আঘাত মানবতার মূল্যবোধের মূলে।
মন্তব্য করতে লগইন করুন