Hazrat ali ra.
লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ১৭ আগস্ট, ২০১৪, ০৭:৫০:৪৯ সকাল
হযরত আলী রাযিঃ এশার নামায আদায় করার পর ঘরের উদ্দ্যেশে রওয়ানা হলেন । তখন একজন সঙ্গী তাঁকে পাহারা দিচ্ছিলেন । হযরত আলী রাযিঃ তাঁকে পাহারা দেওয়ার কারণ জানতে চাইলেন । তাঁর সঙ্গী বললেন, যাতে কেউ আপনার ক্ষতি না করতে পারে এ কারণে পাহারা দিচ্ছি । হযরত আলী জিজ্ঞেস করলেন কার কাছ থেকে নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছ? জমিনের না আকাশের যিনি অধিশ্বর তাঁর কাছ থেকে? সঙ্গী বললেন- আকাশের যিনি অধিশ্বর তাঁর কাছ থেকে কে পাহারা দিতে পারে? জমিনের অধিবাসীদের কাছ থেকেই পাহারা দিচ্ছি ।
হযরত আলী রাযিঃ বললেন-- যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো । আকাশের অধিশ্বর যখন সিদ্ধান্ত গ্রহণ করেন তখন জমিনের অধিবাসীদের পাহারা কোন কল্যাণ করতে পারে না । আকাশের অধিশ্বর যখন সিদ্ধান্ত না করেন তখন জমিনের তীর তলোয়ার কোন ক্ষতি করার ক্ষমতা রাখে না । যাও, গিয়ে আরাম কর । একথা বলে তিনি প্রহরী সঙ্গীকে বিদায় করে দিলেন ।
আল্লাহু আকবার......
তাঁদের তাকওয়া কি রকম ছিল আর আমাদের......???
হে আল্লাহ! তৌফিক দাও তোমার রাসূলের সাহাবাদের যেন সত্যের মাপকাঠি হিসেবে অনুসরণ করতে পারি.........
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামী বিশয়ে লেখার জন্য অন্তর থেকে ধন্যবাদ।
কারণ যারা মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় । আর আল্লাহ যদি সহায় হয় প্রথিবীতে এমন কেউ নেই যে তার ক্ষতি কেহ করতে পারবে।
মন্তব্য করতে লগইন করুন