নম্রতা, অহংকার ও উপলব্ধি
লিখেছেন লিখেছেন সাদেকুর রহমান ২৩ মার্চ, ২০১৪, ০৮:৩৩:৪৮ সকাল
নূহ (আঃ), নৌযানের আবিষ্কারক। নিজের তৈরী বিশ্বের প্রথম নৌযানে উঠে বললেন, "পবিত্র সে আল্লাহ, যিনি এ সওয়ারী (নৌযান) কে আমাদের বশীভূত (control) করে দিয়েছেন অথচ একে আমরা বশীভূত করতে সক্ষম ছিলাম না "
ফলাফলঃ প্রচন্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়-প্লাবনের মাঝেও নিরাপদে অবতরণ।
টাইটানিক, সমকালীন বিশ্বের অত্যাধুনিক জাহাজ। সমসাময়ীক অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নির্মিত। প্রস্তুতকারকরা ঘোষনা করলেন, "পাটখড়ি ডুববে তবু টাইটানিক ডুববে না।"
ফলাফলঃ শান্ত সমুদ্রে ডুবে গেল টাইটানিক।
উপলব্ধিঃ Pride goes before destruction. এই মহাবিশ্বে অসংখ্য Factor. কোন Factor এ আপনি তলিয়ে যাবেন আপনি নিজেই জানবেন না। তাই পরিচিত বিশ্বে আপনি নিজেকে শক্তিমান ভাবতে পারেন কিন্তু অনেক Factor-ই আপনার অজানা। সেই অজানা Factor এর কোন একটিই আপনাকে ধ্বসিয়ে দেয়ার জন্য যথেষ্ট। সুতরাং অহংকার থেকে দূরে থাকুন আর নম্রতা অবলম্বন করুন নূহ (আঃ) এর মত।
বিষয়: বিবিধ
৯২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন