প্রসংগ ভারতীয় নির্বাচন

লিখেছেন লিখেছেন জাহিদুল ইসলাম শিপার ২৩ মার্চ, ২০১৪, ০৮:২০:৩২ সকাল

এবারের নির্বাচনে ও আলোচনার শীর্ষে ২০০২ সালের গুজরাটে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির ইন্ধনে অনুষ্টিত হিন্দু - মুসলিম দাঙ্গা । আসন্ন লোক সভা নির্বাচনে মুসলিমদের ভোট নরেন্দ্র মুদি র নেতৃত্তাধীন বিজেপি র পক্ষে নেওয়া সম্ভব কি না ? সম্প্রতি বিজেপি মহাসচিব প্রাক্তন গুজরাট রাজ্য সরকারের স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহর দিকে এমনই প্রশ্ন ছুড়লেন এক তরুণ । যথারীতি অমিত শাহ তার উত্তরে তিনি আশাবাদী বলে জানালেন । যদিও এ বিষয়ে তার দুর্বল কন্ঠই প্রমানিত ভোট না পাওয়ার যথেষ্ট সন্দেহের অবকাশ আছে । আর এটাই স্বাভাবিক । কারণ ঐ সময়ে হলি খেলার মত মুসলিমদের তাজা রক্ত নিয়ে যেভাবে খেলা হয়েছিল তা কিভাবে মুসলিম সম্প্রদায় ভুলবে ? এই অমানবিক হত্যার দায়ে

" আমেরিকা " অমুসলিম রাষ্ট্র হয়ে ও আজঅব্দি তাদের দেশে নরেন্দ্র মুদি কে প্রবেশ করতে দেয় না । পত্রিকার শীর্ষ খবর অনুযায়ী ভারতের আসন্ন নির্বাচনের জয় পরাজয়ের দিকে তাকিয়ে আছে আমাদের দেশের সকল রাজনৈতিক দল গুলি । অবস্থাদৃষ্টে আমার ও তাই মনে হচ্ছে , বুদ্ধিজীবিদের ভাষা মতে বিএনপি জামায়াত জোট মনে করে এই অবৈধ সরকারের অন্ধ সমর্থক কংগ্রেস এর পরাজয় হতে পারে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মুক্তি। অপরদিকে আওয়ামীলীগ তার উল্টো , যে করেই কংগ্রেস সরকার বিজয়ী হতে হবে নতুবা ক্ষমতার মসনদ যে কোন সময় ভেঙ্গে যেতে পারে । সম্পূর্ণ নিজেদের স্বার্থ রক্ষায় কিছু দিন পূর্বে আমরা যারা কংগ্রেস এর সমর্থক ছিলাম আজ আমরা বিজেপি সমর্থক । প্রায় ৩৫ কোটি মুসলমানের ভবিষ্যত কে অন্ধকার করে হলেও আমাদের সুখ শান্তি চাই, মূলত রাজনীতির রহস্য এখানেই ।

কার কি হবে ভাই দেখার সময় নাই + ক্ষমতা আমার চাই ই চাই। তবে আমি যে জন্য উদ্বিগ্ন সেটা হচ্ছে মুসলিম রক্তপাতের জন্য যারা জড়িত তাদের সেই আত্ম ত্যাগের কথা ভুলে গিয়ে আমরা যদি বিজেপিকে সাপোর্ট করতে পারি তাহলে শাপলা চত্বরের রক্ত পিপাসু আওয়ামীলীগের সাথে যে আগামীতে সন্ধি করবনা তার কিন্তু কোন গ্যরান্টি নেই । জাহিদুল ইসলাম শিপার

বিষয়: রাজনীতি

৯৩২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196485
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:০০
হতভাগা লিখেছেন :


কংগ্রেস খারাপ , বিজেপি আরও খারাপ
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:০৬
146577
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কংগ্রেস খারাপ , বিজেপি আরও খারাপStraight Face Straight Face Straight Face Straight Face
196496
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : কংগ্রেস খারাপ , বিজেপি আরও খারাপ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File