১৫ অগাস্ট এর কবিতা

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৫ আগস্ট, ২০১৪, ১২:২৮:০৩ রাত

< আমি আওয়ামী লীগকে সমর্থন করি না।পুরাটা না পড়ে দালাল বলবেন না প্লিজ। >



মুজিব তুমি আবার জন্ম নাও

জরাগ্রস্ত জনতাকে আরেকবার জাগিয়ে দিতে

দুর্বল ভীরুদের দুর্বিনীত দর্শনে

তুমি আরেকবার ডাক দাও।

মুজিব তুমি আবার জন্ম নাও

বাংলার মানুষকে দাবায়ে রাখার বিরুদ্ধে

ভারতীয় আগ্রাসন রুখে দিতে

পাকিস্তানি জঙ্গি জ্বালিয়ে দিতে

মুক্তিসংগ্রামী মহামন্ত্রের স্ফুলিঙ্গ জ্বেলে দাও আরেকবার।

মুজিব তুমি দেখে যাও,

বিয়াল্লিশ বছরের করুণ ইতিহাস

সামরিক, স্বৈরাচার আর নির্বাচিত নাৎসীর ইতিহাস

গণতান্ত্রিক একনায়কের ইতিহাস।

দুর্নীতি দুর্বৃত্তের দাফন দিয়ে

বন্দুকযুদ্ধের বিপর্যয় থামাও।

লিমনদের পায়ে যদি আরেকটা গুলি চলে

তোমার ক্ষেপণাস্ত্র আঙুল উঁচাও।

মুজিব তোমার ‘অসমাপ্ত আত্মজীবনী’ পূর্ণ করো

তোমার চারপাশের চাটুকারের চত্ত্বর ছেড়ে

স্তুতিবাজ দালালের দেয়াল ভেঙে

পূজনীয় দেবতার আসন থেকে

তুমি আবার নেমে আসো গণমানুষের রেসকোর্সে।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254416
১৫ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৩
কাহাফ লিখেছেন : সহমত................

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File