যা জানা প্রয়োজন (১)

লিখেছেন লিখেছেন এমদাদ ০৫ এপ্রিল, ২০১৪, ০৫:০৮:৫৫ বিকাল

যা জানা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর একান্ত কর্তব্য

মূলনীতিগুলো হলো :

প্রত্যেকে ১। রব বা পালন কর্তা সম্পর্কে জানা।

২। দীন সম্পর্কে জানা।

৩। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা।

রব কে জানার পদ্ধতি :

যদি প্রশ্ন করা হয়, তোমার রব বা পালনকর্তা কে?

তখন উত্তরে বলবে: আমার রব হলেন আল্লাহ, যিনি আমাকে এবং সমস্ত সৃষ্টি জগতকে তার অনুগ্রহে লালন করছেন, তিনিই আমার একমাত্র উপাস্য, তিনি ব্যতীত আমার অপর কোন মা’বুদ বা উপাস্য নেই।

দীন জানার পদ্ধতি:

যদি তোমাকে প্রশ্ন করা হয়, তোমার দীন কী?

উত্তরে বল : আমার দীন হলো ইসলাম, যার মানে— আল্লাহর একত্ববাদকে মেনে নিয়ে সম্পূর্ণভাবে তাঁর কাছে আত্মসমর্পণ করা, তাঁর নির্দেশ অনুসরণের মাধ্যমে স্বীকার করা, এবং আল্লাহর ইবাদতে অন্য কিছুর অংশীদারিত্ব করা থেকে মুক্ত থাকা এবং যারা তা করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানার পদ্ধতি:

যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার নবী কে?

উত্তরে বল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম আবদুল্লাহ এবং দাদার নাম আবদুল মোত্তালিব, প্রপিতামহের নাম হাশিম। আর হাশিম কোরাইশ গোত্রের, কোরাইশগণ আরব— যারা ইব্রাহিম আলাইহিস্‌সালামের পুত্র ইসমাইল আলাইহিস্‌সালামের বংশধর।

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202838
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে। সবি আমাদের জানা দরকার।
202858
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : সবি জানা দরকার এবং কিছুটা জানি কিন্তু মানাটাই কঠিন হয়ে পড়ছে। আমারা দিন দিন আল্লাহ ও রাসুলের জীবনদর্শন থেকে দুরে সরে যাচ্ছি বলেই এই সমস্যায় পতিত হচ্ছি।
202966
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১১
নীল জোছনা লিখেছেন : আসলেই এসব জানা দরকার। জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
203038
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১৫
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল
203621
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File