কুরবানী এমন হওয়া চাই.... -মাওলানা আবু তাহের মেসবাহ (আদীব হুজুর)

লিখেছেন লিখেছেন মুফতি যুবায়ের খান রাহমানী। ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:০৩:৫৬ সকাল



"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে,পরবর্তীতে কিছুটা অনুভব অনুভূতি সঙ্গে করে। কোরবানির হাটে আব্বাকে দেখেছি। কেমন দেখেছি তা হয়ত বুঝিয়ে বলতে পারবো না,শুধু বলতে পারি,সেখানে আব্বার কাউকে কখনো দেখিনি। রওয়ানা হওয়ার আগে আব্বা দু'রাকাত নামায পড়েন। সে নামাযে আব্বার দাড়ি তো ভেজে জায়নামাযও ভেজে। মোনাজাতে সেকি কাকুতি-মিনতি! দেখেছি, শিখতে পারিনি। খরিদ করার পর আব্বার প্রথম কাজ হলো পশুটিকে 'আদর' করা এবং আশ্চর্য, কোন পশুকে দেখিনি আব্বার আদর প্রত্যাখ্যান করতে!

কয়েকবছর আগে - আব্বার তখন খুব বিপর্যস্ত জীবন এবং জীবনে সেই একবার তিনি শরীকে কোরবানি করেছেন- কোরবানির হাটে আব্বার সঙ্গে আছি; দেখি, চোখে ধরে এমন একটি গাভীর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলছেন, দিলের তামান্না, তোকে কোরবানি দেই, যাবি আমার সঙ্গে! আমার যে তাওফীক নাই তোকে নেয়ার।

প্রিয় পাঠক,এমন বাবার কোরবানি দেখা সন্তানকে কি ভাগ্যবান বলা যায় না! প্রার্থনা করি,প্রতিটি মুসলিম সন্তান যেন দেখতে পায় আমার বাবার মত কোরবানি।

আব্বা কোরবানির পশু বাড়িতে আনেন ঈদের দু'একদিন আগে। সেই পশুকে তিনি এমন যত্ন করেন যেন আদরের সন্তান! কত বার যে তাঁর তিরস্কার শুনেছি গরুটার ঠিকমত 'খিদমত' হচ্ছে না বলে! কোরবানির গরুর চারপাশে কয়েল জ্বেলে দেন, যাতে মশা কষ্ট না দেয়। একবার তো রীতিমত মশারি টানানোর ব্যবস্হা করেছিলেন! হাসছো তুমি! আমি কিন্তু সত্য কথা বলছি!

কোরবানির দিন আমরা গোসল করি ; আব্বা কোরবানির পশুকে 'স্নান' করান। ঈদের নামায পড়ে আসার পরে তিনি একেবারে বদলে যান! আমার কাছে একেবারেই অচেনা হয়ে যান! কোরবানির পশুকে যখন শোয়ানো হয় আব্বার চোখে তখন পানি এসে যায়, কখনো শব্দ করে কেঁদে ওঠেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেযখন ছুরি চালান তাঁর বেচায়ন অবস্হা হয় দেখার মত; যেন পশুর গলায় নয় তিনি ছুরি বসিয়েছেন আপন সন্তানের গলায়! এমন কোরবানি আমি আর কারো দেখিনি! এমন মমতার সঙ্গে ছুরি হাতে নিলেই হয় কোরবানি, নইলে হয়ে যায় কসাই ও জবাই।

কোরবানির প্রতিটি পশুকে আল্লাহ যেন দান করেন আমার বাবার মত কোরবানি 'কারনেওয়ালা'!

...কথাগুলো কেন বললাম জানো! গতবছর কোরবানির হাটে একটি দৃশ্য দেখেছিলাম, মনে হয়েছিলো, একটি 'পশু' একটি পশুকে ধরে নিয়ে যাচ্ছে! কোরবানির প্রতিটি পশুকে আল্লাহ যেন এমন পশু থেকে রক্ষা করেন।

হে ভাই! তুমি যখন কোরবানির হাটে যাবে, কোরবানির পশু খরিদ করবে এবং কোরবানির পশুর গলায় ছুরি চালাবে তখন আমার এ কথাগুলো মনে রেখো।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377460
১২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৪২
312877
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : জাঝাকাল্লাহ
377467
১২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৫৬
হতভাগা লিখেছেন : মাশা আল্লাহ ! সুন্দর বলেছেন । আপনার আব্বাকে আল্লাহ সঠিক পথে রাখুন এবং আমাদেরকেও সঠিক পথ পাবার ও সেটাতে টিকে থাকর সৌভাগ্য দান করুন - আমিন।
১২ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৪২
312876
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আমিন।
377501
১৩ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৬:৪০
সন্ধাতারা লিখেছেন : Salam n eid Mubarak. You are really very fortunate getting your proud father. Jajakallahu khair.
381851
১৪ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, প্রিয় ভাই আপনার লিখাটি থেকে অনেক কিছুই শিখলাম। ইনশাআল্লাহ, চেষ্টা করবো সহি সুন্নাহ মোতাবেক কোরবান করতে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File