'ইরানের বকেয়া অর্থ পরিশোধ করা ভারতের জন্য কষ্টসাধ্য'
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ১৭ মে, ২০১৬, ০১:২০:১০ দুপুর
পার্স্ টুডে,মে১৭,২০১৬ ,১০:৪০,এশিয়া/ঢাকা:ইরানের তেল ক্রয় বাবদ বকেয়া অর্থ পরিশোধ করা সত্যিকারভাবেই কষ্টসাধ্য হয়ে উঠছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এ সব ভারতীয় কর্মকর্তারা বলেছেন, নিষেধাজ্ঞার অজুহাতে ইউরোপীয় ব্যাংকগুলো ইরানে অর্থ পাঠানোর বিষয়ে এখনো অনীহা দেখাচ্ছে। ভারতের ইংরেজি দৈনিক হিন্দু'র বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সপ্তাহে তেহরান সফরের আগে বকেয়া এ অর্থ পরিশোধের তৎপরতা বাধাগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহেই অর্থ পাঠানোর বিষয়ে চুক্তি শেষ করতে ভারত চেষ্টা করছে বলে এক কর্মকর্তা জানান। তিনি বলেন, নরেন্দ্র মোদির ঐতিহাসিক তেহরান সফরের আগে বকেয়া অর্থের অংশ বিশেষ হলেও দেয়ার চেষ্টা চলছে।
অতীতে তেলক্রয় বাবদ বকেয়া এ অর্থের পরিমাণ ৬৪০ কোটি ডলার বলে জানা গেছে। অবশ্য ভারত ইরানকে এ অর্থ ইউরো’র মাধ্যমে পরিশোধ করবে বলে এর আগে বলা হয়েছিল।
চীনের পরই ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে ভারত। এ ছাড়া ইরানের জ্বালানি প্রকল্পগুলোতে বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে নয়াদিল্লি।#
বিষয়: আন্তর্জাতিক
১০৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন