মার্কিন সরকার বর্তমানে ইসলাম, ইরান ও শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ০৭ মে, ২০১৬, ০৪:৫১:২৫ রাত

রেডিও তেহরান,মে ০৫, ২০১৬, ২০:৪০, এশিয়া/ঢাকা:ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকারের নেতৃত্বাধীন জাহেলিয়্যাত বা অজ্ঞতার ধারাকে মোকাবেলা করাই বর্তমানে মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব



তিনি আজ বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা)’র রিসালাতের দায়িত্ব লাভের বার্ষিকী উপলক্ষে ইরানি কর্মকর্তা, শহীদ পরিবারগুলোর একদল সদস্য ও বিদেশী কূটনীতিকদের এক সমাবেশে এই মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, মার্কিন সরকার বর্তমানে ইসলাম, ইরান ও শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বনবীর (সা’)র দাওয়াতি মিশন তথা ইসলামী আন্দোলনের অগ্র-বাহিনী হিসেবে মার্কিন নেতৃত্বাধীন অজ্ঞতার মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছে। আর পরাশক্তিগুলোর কোনও পরোয়া না করেই ইরান এই আন্দোলন অব্যাহত রাখবে। মরহুম ইমাম খোমেনী বিশ্বনবীর (সা) সেই খাঁটি ইসলামী ধারার আলোকেই ইরানের এই অগ্রযাত্রা শুরু করেছিলেন বলে ইরানের সর্বোচ্চ নেতা ইঙ্গিত করেন।

তিনি বলেছেন, মার্কিন নেতারা ইরানকে তাদের নীতির পথে বাধা হিসেবে দেখছে। সম্প্রতি মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরানের নীতির কারণেই দেশটির ওপর নিষেধাজ্ঞা ও সংঘাত চাপানো হয়েছে। এর অর্থ হে ইরানি জাতি তোমরা সচেতন ও সতর্ক, এই পথ থেকে ফিরে গিয়ে তোমাদেরকে আমাদের জন্য কাজ করতে হবে!- আর এটাই হচ্ছে অজ্ঞতা। এটা ঠিক ইসলাম-পূর্ব যুগের আরবদের জাহিলিয়্যাত বা অজ্ঞতা ও বর্বরতাপূর্ণ দিনগুলোর অবস্থার মতই।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তার দেশের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞার মার্কিন হুমকির কারণ হল ইসলামী এই দেশটি আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি এবং বিশ্ব-শক্তিগুলোর দুর্নীতিগ্রস্ত তৎপরতার বিরোধী।

এটা স্পষ্ট মার্কিন নেতৃত্বাধীন অজ্ঞতার ধারা মোকাবেলায় ইরানের সঙ্গে যোগ দেয়া মুসলিম দেশগুলোর জন্য সবচেয়ে বড় দায়িত্ব বলে ইরানের সর্বোচ্চ নেতা যে মন্তব্য করেছেন তা বিশেষভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। তিনি মুসলমানদের মধ্যে আত্ম-বিশ্বাসের চেতনা জাগিয়ে তুলে আরও বলেছেন, ইরানের সংগ্রামী ইসলামী ব্যবস্থা আগের চেয়েও শক্তিশালী হয়েছে এবং তা অবশ্যই বিজয়ী হবে। ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় অনিবার্য বলেও তিনি মত প্রকাশ করেছেন একই ভাষণে।

ইরানের সর্বোচ্চ নেতা এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে তাকফিরি-ওয়াহাবি গোষ্ঠীগুলো সবচেয়ে বর্বর ও কুৎসিত নানা অপরাধ করে যাচ্ছে ইসলামের নামে এবং তাদের সহায়তা দিচ্ছে পশ্চিমা শক্তিগুলো।

তিনি বলেন, পশ্চিমা শক্তিগুলো মুখে দায়েশ তথা আইএসআইএল-এর বিরুদ্ধে জোট গঠনের কথা বললেও বাস্তবে তারাই এই ধারার জন্মদাতা এবং ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই তারা এটা করছে। ইসলামের সুনাম ক্ষুন্ন করার জন্যই তারা ‘ইসলামিক স্টেট’ বা ‘ইসলামী রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করছে বলে ইরানের সর্বোচ্চ নেতা স্মরণ করিয়ে দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আজকের এই ভাষণে আরও বলেছেন, বর্তমান বিশ্ব-ব্যবস্থা হচ্ছে এক শয়তানি-ব্যবস্থা যা নিয়ন্ত্রণ করছে ইহুদিবাদীরা। ইহুদিবাদী পুঁজিপতি চক্রের আধিপত্যই বিশ্বের বর্তমান সংকটগুলোর কারণ এবং এই চক্র আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি মন্তব্য করেন। এই ইহুদিবাদী চক্রের সঙ্গে যোগসাজশ ও সমন্বয় করা ছাড়া আমেরিকার কোনও দল বা গোষ্ঠী ক্ষমতায় যেতে পারে না বলে ইরানের সর্বোচ্চ নেতা উল্লেখ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, তার দেশ কখনও যুদ্ধ শুরু করেনি ও ভবিষ্যতেও করবে না, তবে তার নীতি-অবস্থান জোরালো কণ্ঠে তুলে ধরবে। #

বিষয়: রাজনীতি

১১০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368279
০৭ মে ২০১৬ সকাল ১১:৩৭
ক্রুসেড বিজেতা লিখেছেন : মুসলিম রাষ্টগুলোর মধ্যে "ইরান ও তুরস্কের" ভয়ডরহীন কার্যক্রম সত্যিই প্রসংশার দাবিদার। ভালো লাগলো,, অনেক ধন্যবাদ।
368300
০৭ মে ২০১৬ বিকাল ০৫:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইরান কখনো যুদ্ধ করেনি? তাহলে সিরিয়ার কুকুর বাসার আল আসাদের পক্ষে কারা সেনাবাহিনী, নৌবাহিনী পাঠিয়েছে? হিজবুল্লাহকে সিরিয়ায় কারা আনল? বাসারের খুটির জোড় কে? রাশিয়া কার স্বার্থে সিরিয়ায় বসে আছে? সিরিয়ার চার লক্ষ মানুষের হত্যায় কারা জড়িত? ইরাকের মুকতাদা আল সদর আর শিয়া মিলিশিয়ারা কার আশ্রয় প্রশ্রয়ে বেড়ে উঠলো?
আপনি রেডিও তেহরান টাইপ ফালতু একটা মিডিয়ার প্রচারণা অনেকদিন চালাচ্ছেন যা অন্তসারশূন্য।
368338
০৭ মে ২০১৬ রাত ১০:৩৭
তায়িফ লিখেছেন : ইরানের পালিত কুকুর আসাদ কে লেলিয়ে দিয়ে ১০ লক্ষ মানুষ কে হত্যা করেছে। সিরিয়াতে যখন যুদ্ধ করতে গিয়ে জাহান্নামে চলে যায় তখন তখন ইরানী কর্মকর্তারা পরামর্শক হয়ে যায়। উপরে উপরে আমেরিকার বিরোধীতা । ভীতরে ভীতরে গলায় গলায় ভাব। আমেরিকার বসানো ইরাকী সরকারকে কে ঠিকিয়ে রেখেছে। ইরান শিয়া মানবতার শত্রু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File