হিন্দুত্ববাদীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও রোড শোতে সফল হলেন ওয়াইসি
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২৪ এপ্রিল, ২০১৬, ০২:০৭:৩২ দুপুর
হিন্দুত্ববাদী সংগঠনের তীব্র আপত্তি এবং কঠোর বিরোধিতা সত্ত্বেও উত্তর প্রদেশে রোড শো করতে সফল হলেন মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দীন ওয়াইসি। ‘হিন্দু যুব বাহিনী’র পক্ষ থেকে সরকারের কাছে ওয়াইসি’র রোড শো বন্ধ করার দাবি জানানো হয়েছিল।
শনিবার সকাল থেকে সংগঠনটির নেতা-কর্মীরা ওয়াইসি’র প্রবেশ আটকাতে বলরামপুর-সিদ্ধার্থ নগর জেলার সীমান্তবর্তী বডেরিয়া চৌরাস্তায় জড়ো হয়ে ধর্না-বিক্ষোভ শুরু করে। তারা প্রশাসনের বিরুদ্ধে এক নাগাড়ে স্লোগানও দেয়। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে টানাপড়েন চলার পরে অবশেষে পুলিশ ‘হিন্দু যুব বাহিনী’র সমর্থকদের গ্রেফতার করে পরিস্থিতি সামাল দেয়। এরপরেই আসাদউদ্দিন ওয়াইসি’র রোড শো করার পথ প্রশস্ত হয়। তিনি ডুমুরিয়াগঞ্জে পৌঁছে রোড শো করতে সমর্থ হন।
দুই দিনের উত্তর প্রদেশ সফরে মুসলিম অধ্যুষিত আজমগড়, বলরাম পুর, সিদ্ধার্থ নগর, সন্ত কবীর নগর এবং জৌনপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘরোয়া সভা করবেন ওয়াইসি।
বিজেপি’র উগ্র সংসদ সদস্য যোগী আদিত্যনাথের সংগঠন ‘হিন্দু ইয়ুথ কোর’এর প্রাদেশিক প্রেসিডেন্ট সুনীল সিং ঘোষণা করেছিলেন তার সমর্থকরা সড়কে উপস্থিত থাকবে এবং ওয়াইসিকে কোনো জেলায় প্রবেশ করতে দেয়া হবে না। তার অভিযোগ, ‘ওয়াইসি ‘ভারত মাতা’র অপমান করেছেন এবং হিন্দুদের ভগবান সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন।’
ওয়াইসি বলরামপুর জেলার মুসলিম অধ্যুষিত সাদুল্লাহ নগর, রেহরা বাজার, উতরৌলাসহ বিভিন্ন স্থানে গেলে তাকে দেখার জন্য মানুষজনের ব্যাপক ভিড় হয়। তিনি বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি (সপা) ঘাঁটি বলে পরিচিত উতরৌলাতে দলীয় প্রার্থী দাঁড় করানোর ঘোষণা করেন। তিনি উতরৌলাতে পৌঁছালে সমর্থকরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।
সেখানে উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতাকালে ওয়াইসি বলেন, উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি (সপা) সরকার সমস্ত ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ। আইনশৃঙ্খলা, শান্তি অথবা উন্নয়ন কোনো ক্ষেত্রেই এই সরকার প্রতিশ্রুতি পালন করেনি। আপনারা মজলিসের (মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন) সাথে আসুন। উত্তর প্রদেশে আমরা সংখ্যালঘুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসব।
এ সময় উপস্থিত জনতার মধ্য থেকে স্লোগান ওঠে ‘বাবা তেরা মিশন অধুরা, ওয়াইসি সাহেব করেঙ্গে পুরা’ (বাবা তোমার মিশন অসম্পূর্ণ, ওয়াইসি সাহেব করবেন সম্পূর্ণ)।#
সোর্স:রেডিও তেহরান
বিষয়: রাজনীতি
১০৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন