সার্ক স্যাটেলাইটে পাকিস্তানের না শর্তসাপেক্ষে রাজি বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২৪ মার্চ, ২০১৬, ০৯:৪৯:০৪ সকাল



২৩ মার্চ (রেডিও তেহরান): দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের ভারত প্রস্তাবিত উপগ্রহ প্রকল্পে পাকিস্তান যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এ কথা জানিয়েছেন।

২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্কের সব সদস্য দেশের জন্য এ উপগ্রহ নিমার্ণের প্রস্তাব দিয়েছিলেন। কাঠমান্ডু শীর্ষ সম্মেলনে দেয়া প্রস্তাবে বলা হয়েছিল, ভারত এ উপগ্রহ তৈরি করে দেবে। টেলিকম্যুনিকেশন এবং টেলি-মেডিসিনসহ নানা ক্ষেত্রে এ উপগ্রহ ব্যবহার করতে পারবে সার্ক দেশগুলো।

কিন্তু পাকিস্তান এ প্রকল্পে যোগ না দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বলে উল্লেখ করে বিকাশ স্বরূপ বলেন, এর ফলে একে আর সার্ক উপগ্রহ বলা যাবে না বরং এটি হবে দক্ষিণ এশিয় উপগ্রহ

পাকিস্তানের মহাকাশ কর্মসূচির ডাটার নিরাপত্তার কথা ভেবেই পাকিস্তান এ সার্ক উপগ্রহ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, সার্ক সদস্য রাষ্ট্রগুলোকে এবিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তারা সকলের কাছে প্রকল্পের ধারণাপত্র প্রেরণ করেছিলেন। কিন্তু এখন যেহেতু সেটা আর সম্ভব হচ্ছে না, তাই তারা আগ্রহীদের নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তারা এ প্রসঙ্গে কানেকটিভিটির উদাহরণ টেনেছেন। তারা বলছেন, পাকিস্তান এতে যোগ দিতে রাজি না হওয়ার কারণে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) কে নিয়ে কানেকটিভিটি বিষয়ক জোট করেছে।

নেপালের পোখরায় চলতি মাসে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান নিজ সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিয়েছে বলেও ভারতীয় সূত্র থেকে জানানো হয়।#

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363474
২৪ মার্চ ২০১৬ সকাল ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাকিস্তান এর নিজস্ব স্যাটেলাইট যথেষ্ট শক্তিশালি।
363482
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:২৫
দ্য স্লেভ লিখেছেন : ভারত ভুটানের সাথে মিলে সাটেলাইট ঘুড়ি বানাক। ভুটান এ বিষয়ে পৃথিবীর সেরা। মঙ্গলে তারা ধুতি পাঠিয়েছে শুনেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File