‘ভারত মাতা কী জয়’ বলবেন না ওয়াইসি, ক্ষুব্ধ বিজেপি-শিবসেনা
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ১৬ মার্চ, ২০১৬, ১০:০৩:৪০ সকাল
১৫ মার্চ (রেডিও তেহরান): ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতের পরামর্শ প্রত্যাখ্যান করে মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, যদি তার গলায় ছুরিও ধরা হয় তাহলেও তিনি ‘ভারত মাতা কী জয়’ বলবেন না। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় উগ্র হিন্দুত্ববাদী দল শিবসেনার পক্ষ থেকে আসাদউদ্দিন ওয়াইসিকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে আজ (মঙ্গলবার) বিজেপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কইয়া নাইডু বলেছেন, ‘ভারত মাতার জয় সংক্রান্ত ওয়াইসির বক্তব্য লজ্জাজনক।’ তিনি বলেন, ‘ভারত আমাদের মাতৃভূমি এবং সবারই উচিত এর বন্দনা করা। যদিও এটা কোথাও লেখা নেই বা এ সংক্রান্ত কোনো আইন নেই তথাপিও নাগরিকদের দেশকে বন্দনা করা কর্তব্য।’
কয়েকদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘নতুন প্রজন্মকে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেয়া শেখাতে হবে।’ জওহরলাল বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে গত ৩ মার্চ মোহন ভাগবত বলেন, ‘সময় এসেছে নতুন প্রজন্মকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে বলার। যুব সমাজের প্রকৃত, সার্বিক, স্বতঃস্ফূর্ত বিকাশের অংশ হবে এই স্লোগান।’
যদিও হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি রোববার লাতুর জেলায় উদগীর তহশীলে এক সমাবেশে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঘোষণা করেন ‘আমি ওই স্লোগান দিই না। কী করবেন ভাগবত সাহেব? আমার গলায় ছুরি ধরলেও ওই স্লোগান মুখে আনব না।’ ওয়াইসির বক্তব্যকে উপস্থিত শ্রোতারা ব্যাপকভাবে হাততালি দিয়ে সমর্থন জানান। ওয়াইসি বলেন, ‘সংবিধানে কোথাও লেখা নেই যে, ভারত মাতার স্লোগান দেয়া জরুরি। আমি সংবিধানকে সম্মান করি এবং তা করতেই থাকব।’
ওয়াইসি প্রকাশ্য সভায় এ ধরণের কঠোর মনোভাব নেয়ায় চটে আগুন হয়েছে হিন্দুত্ববাদীরা। ভাগবত কথিত জয়ধ্বনি অবশ্য হিন্দুত্ববাদী সংগঠন এবং দলের পক্ষ থেকে দেয়া হয়। অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অবশ্য এ ধরণের স্লোগান দেয়া হয় না।
তার বিবৃতিকে আরএসএস, বিজেপি এবং শিবসেনা নিন্দা করলেও বক্তব্যে অনড় রয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে ওয়াইসি বলেন, তিনি যা বলেছেন তাতে আইন বা সংবিধানের কোনো লঙ্ঘন হয়নি। ওয়াইসি বলেন, ‘উনি (ভাগবত) কাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? ওরা নিজেদের মতাদর্শ অন্যদের ওপর চাপিয়ে দিতে পারেন না।’
এ নিয়ে শিবসেনার সিনিয়র নেতা এবং মন্ত্রী রামদাস কদম বলেছেন, ‘যদি ওয়াইসি ‘ভারত মাতা কী জয়’ বলতে রাজি না হন, তাহলে তাকে পাকিস্তানে চলে যাওয়া উচিত।’ তিনি বলেন, ‘আমি মহারাষ্ট্র সরকারকে ওর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলেছি।’
বিজেপি নেতা এবং মন্ত্রী সুধীর মুঙ্গান্টিওয়ার বলেছেন, স্থানীয় প্রশাসন ওয়াইসির বক্তব্য নিয়ে তদন্ত করার পরেই সরকার এ প্রসঙ্গে যথাযথ ব্যবস্থা নেবে।’
আরএসএস চিন্তাবিদ রতন প্রসাদ বলেছেন, ‘যদি আপনি বলেন আপনার মাকে ভালোবাসেন, তাতে সমস্যা কোথায়?’
এ নিয়ে বিতর্ক প্রসঙ্গে কংগ্রেস নেতা এবং সাবেক কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমন খুরশিদ বলেন, ‘প্রকাশ্যে কেউ ‘ভারত মাতা কী জয়’ বলবেন কি না এটা কারো ব্যক্তিগত পছন্দ।’#
বিষয়: আন্তর্জাতিক
৯৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন