''১/১১ আর্মি শাসন, আওয়ামিলীগ আর বর্তমান রাজনীতি''
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১২ জানুয়ারি, ২০১৭, ১১:৩৫:৪৯ রাত
১৯৭৫ সালের পরে দীর্ঘ ২১ বছর পর ৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামিলীগ।
২০০১ সালে বিএনপি- জামায়াত জোট করলে আবার আওয়ামিলীগ বিরোধী দলে।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর মঈন- ফখরুদ্দীন তাদেরকে ''শাস্তি দেওয়া হবে না'' মর্মে আওয়ামিলীগকে ক্ষমতায় বসায়।
যেদিন খালেদা জিয়া বলেছিলেন- তাঁদের বিচার করা হবে এবং তাঁদের শাসন কে বৈধতা দেওয়া হবে না- সেদিনই মূলত মঈন- ফখরুদ্দীন আওয়ামিলীগ কে ক্ষমতায় বসায়, কারণ আওয়ামিলীগ নেত্রী বলেছিলেন- এর বিপরীত।
ভোট বিহীন নির্বাচনে বন্দুকের নলের জোড়ে ১৫৩ এম পি অনির্বাচিত, আবার তারা ক্ষমতায় ৫ জানুয়ারি, ২০১৪।
তারা জানে স্বাভাবিক নির্বাচনে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
আধিপত্যবাদী ভারত তাদের পেটের ভেতরে বাংলাদেশ নামক রাষ্ট্রে তাদের অনুগত সরকার চায়।
এ লক্ষ্যে তারা আওয়ামিলীগকে বেছে নেয়।
বিনিময়ে তারা যা যা চায় তারও বেশী দেওয়ার অঙ্গীকার করা হয়।
ভারতের ইচ্ছা পুরনে তারা বিরোধীদল দমনে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে।
যেহেতু বিএনপি- জামায়াত ঐক্য মানে আওয়ামিলীগ বিরোধী দলে-
তাই, তারা হামলা- মামলা ও জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বিরোধী পক্ষ দমনে লিপ্ত।
ভারত আমাদের সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক এবং সেনাবাহিনী কিনতে পারলেও জামায়াত-শিবির কে কিনতে ব্যর্থ হয়েছে। আগামী প্রজন্ম বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে বীর হিসেবেই স্মরন করবে।
ফাঁসির মঞ্চে আপনাদের হাসিমুখ ভবিষ্যৎ বীরদের জন্য অনুপ্রেরনা হয়ে রইলো। ভালো থাকবেন জান্নাতে আল্লাহর মেহমান হয়ে।
আপনাদের নাম নেয় মানুষ দোয়ার সাথে।
আর ওদের থেকে মানুষ নিস্তার চায়, আল্লাহর গযব কামনা করে, আর্ত চিৎকারে ভারী হয় আকাশ - বাতাস।
ওরা প্রথমে সৎ ও আদর্শবাদী নেতাদের ফাঁসি দিল, তারপর তাঁদের ছেলেদের গুম করলো, এখন তাঁদের প্রতিষ্ঠিত সফল ব্যাংক দখল করলো...... তারপরও কি তারা বিজয়ী?
না, কক্ষনো নয়। যালিমের পতন হয়েছে , হবেই।
মুক্তি মিলবেই দেশের মানুষের, ইনশা আল্লাহ।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি কখনও ক্ষমতা থেকে চলে যায়ও বছর খানেকের মধ্যেই আবার তারা ফিরে আসবে কারণ তাদের সেটআপ করা লোকেরাই তাদেরকে আবার ফিরিয়ে আনবে।
মন্তব্য করতে লগইন করুন