সুখী মানুষ
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:৪২:৪৩ রাত
এক লোক সমুদ্র তীরে ছোট্ট একটা কুড়ে ঘর তৈরী করে বসবাস করত। চমৎকার স্বাস্থ্যকর আবহাওয়া । সাগরের নীল পানিতে নিজের নৌকা নিয়ে মাছ ধরত,যা পেত তা রান্না করে খেত। সাগর পাড়ের নারকেলও ছিলো তার খাবার। এছাড়া মাছ বিক্রী করে দূরের বাজার থেকে মাঝে মাঝে বাজার সওদা করত। একদিন লোকটা একটা ডাব কেটে সমুদ্র তীরে নারকেলের পাতার উপর বসে যখন সামনে তাকিয়ে আছে...হঠাৎ কোর্ট টাই পরা এক লোকের আগমন...
আগন্তুক: হ্যালো জনাব...কেমন আছেন ?? আজ আকাশটা খুব দারুন !!
জেলে: জি ...
: আপনার সাথে কথা বলতে পারি ?
:কথা তো শুরুই করেই দিয়েছেন...
:জি, মানে বলছিলাম ভালো কথা আছে ...
:যা বলেছেন তা তো ভালই....
:না মানে আরও ভালো কথা আছে,,,
:জি,বলেন
:আপনি কি এখানে থাকেন ?
:না...ওই যে ওখানে থাকি....
:ওটা তো সাগরের পানি...ওখানে কি থাকা যায় নাকি !! আপনি তো এই কুড়েঘরে থাকেন মনে হচ্ছে....
:এটাই যখন মনে হচ্ছে তা আবার জিজ্ঞেস করছেন কেন ??
:না মানে আমার আরও ভালো কথা আছে তো,তাই বলছিলাম যে...যদি অনুমতি দেন...
:আপনি তো অনুমতি ছাড়াই একক্ষন মুখ দিয়ে খাল খেচে ফেলেছেন.......আপনার তো খাল খনন কর্মসূচীতে কোদালের পরিবর্তে ব্যবহার করা যায়.....!!
:এই কি যা তা বলছেন.....আরে ভাই অনেক ভালোকথা আছে...একটু কান খাড়া করে শোনেন....
:কান ঠিক আছে,বলেন..
:বলছি যে আচ্ছা ধরেন এখানে একটা প্লট বানানো হল আপনার বাড়ির পেছনের অংশে...মানে আমরা ডেভলপার তো তাই...
:হুমম তারপর ?
:তারপর আপনার পোয়া বারো,,,আপনার চমিতে প্লাট হলে আপনি এর ৩৫% পাবেন,মানে ধরেন ১০০টা প্লট হলে ৩৫টা আপনার,আর আপনাকে ৩টা নতুন বাড়ি দেওয়া হবে জমি প্রদানের জন্যে।
:তারপর ?
:তারপর ,আপনি সেসব বাড়ি ভাড়া দিয়ে অনেক টাকা পাবেন আর আপনার প্লটগুলো উচ্চমূল্যে বিক্রীও করতে পারবেন ..
:তারপর ?
:তারপর হল গিয়ে আপনি অনেক টাকার মালিক হবেন এবং পছন্দের একটা প্লটে নিজের মত একটা সুন্দর বাড়ি বানিয়ে সেখানে থাকবেন ...
:এরপর ?
:এরপর আপনার তো কেবল সুখ আর সুখ....সাগরের অনাবিল সৌন্দর্য উপভোগ করবেন ...রোদ ঝলমলে দিনে সাগরের তীরে আরাম করে বসে প্রকৃতির বিশুদ্ধ ডাবের পানি পান করবেন .....
জেলে: তা আমি এখন কি করছি ???
কোর্ট-টাই পরা লোকটি মুখ চুন করে মাথা নীচু করে হেটে চলে গেল.....আর মহা বিরক্ত বদনে জেলে তার দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকল......
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন