" আমাদের পূর্বপুরুষদের করতে দেখেছি, কী করে তা ছাড়ি"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৯ জুন, ২০১৬, ০৮:৩৪:৩০ রাত

আমরা যদি এই কথাটি ছাড়তে পারি - " আমাদের পূর্বপুরুষদের করতে দেখেছি, কী করে তা ছাড়ি"

তাহলে আমাদের অনেক কাজ শুধরে নিয়ে আল্লাহ তায়ালা কবুল করবেন এবং নবী সা: ও সাহাবীদের দেখানো অনুমোদিত এমন পথে নিজেকে ধরে রাখতে পারবো ।

নামাজ রোজা দান সাদকাহ প্রভৃতি ক্ষেত্রে আমাদেরকে যখন দলিলের ভিত্তিতে বলে দেওয়া হয় যে আমরা যা করে আসছি তা নবীজির সা: সুন্নাত মোতাবেক হচ্ছে না তখন আমরা আমাদের ওই পুরনো বক্তব্য ছেড়ে দেই

এই যেমন ধরুন কিয়ামুল লাইল বা তারাবিহ সালাতের রাকায়াত সংখ্যা ৮ না ২০ ।

দলিলের ভিত্তিতে যখন বলে দেওয়া হচ্ছে এটি ফরজ নয় বরং সুন্নাত এবং ২০ ও ৮ দুটোই সঠিক বরং তা ধীরে ধীরে সুন্দর করে হক আদায় করে পড়তে হবে ।

তখন উভয় মতের চরমপন্থীরা আপনার উপর আক্রমন করতে থাকবে, দলাদলি মারামারি করে ফিতনা সৃষ্টি করবে , কারণ সেই একই কথা "আমাদের পূর্বপুরুষদের দেখে আসছি ......"

"আমাদের পূর্বপুরুষদের দেখে আসছি ......" এই কথাটি আবার দেখবেন অনেক ভালো কাজের ক্ষেত্রে উত্তরসুরীরা ধরে রাখেনা - যেমন আমাদের গ্রামে এক পরিবার প্রতি বছর বাড়িতে ওয়াজ মাহফিল করতো, মুরুব্বি মারা যাবার পর থেকে ছেলেরা আর ওই কাজ ধরে রাখেনি ।

কিন্তু, আমাদের পাশের বাড়ির এক লোক প্রতিবছর সারারাত ব্যাপী গানের আসর জমিয়ে ভক্তদের নিয়ে তথাকথিত মারেফতি মেলার আয়োজন করতো, লোকটি মারা যাবার পর ছেলেরা সেই আয়োজনের ধুমধাম মাত্রা আরো বাড়িয়ে দিল, একদিন আমার আব্বা যেয়ে ওয়াদা করালেন যে ছেলেরা যেন তা ছেড়ে দিয়ে নামাজি হয়ে যান, উত্তরে বললো- বাবা চালু করে গেছেন তা ছাড়ি কী করে- এখনো তা চলছে ......।

মোট কথা হচ্ছে খারাপ কাজেই শুধু এর প্রমান পাওয়া যায় - "আমাদের পূর্বপুরুষদের দেখে আসছি ......"

সকল নবীর দাওয়াতি কাজের বিপরীতে লোকেরা ওই একই কথায় বলতো, কোরআন খুলে দেখুন আল্লাহ তায়ালা তাদের এই বক্তব্যের সমালোচনা করে তার পরিনতি কী তা উল্লেখ করেছেন।

আল্লাহ আমাদের কবুল করুন ।

বিষয়: বিবিধ

৮১২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371560
০৯ জুন ২০১৬ রাত ০৯:২৭
শেখের পোলা লিখেছেন : খাঁটি কথা। ধন্যবাদ
371575
১০ জুন ২০১৬ রাত ১২:৩৫
ইরফান ভাই লিখেছেন : ভালো লাগলো। পিলাচ।
371588
১০ জুন ২০১৬ সকাল ০৫:০৮
কুয়েত থেকে লিখেছেন : আমাদের অনেক কাজ শুধরে নিয়ে আল্লাহ তায়ালা কবুল করবেন ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File