"যত মানুষ রোজা রাখলো"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ০৫ জুলাই, ২০১৫, ০৯:৫৪:৫১ রাত

যত মানুষ রোজা রাখলো,

হায়, যদি সবাই শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে পারতো !

যত মানুষ রোজা রাখলো,

হায়, সবাই যদি কোরআন পড়তো ও গবেষণা করতো !

যত ব্যবসায়ী রোজা রাখলো,

হায়, তারা যদি ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করতো!

যত মানুষ রোজা রাখলো,

হায়, সবাই যদি নামাজি হয়ে যেতো !

যত রাজনীতিবিদ রোজা রাখলো,

হায়, তারা যদি আল্লাহ কে ভয় করতো !

যত রাজনীতিবিদ রোজা রাখলো,

হায় ! জুলুম, মিথ্যা, গুম, খুন, লুটপাট ছেড়ে যদি জনগণের সেবক হয়ে যেতো !

যত আমলা ও অফিসার রোজা রাখলো,

হায়, কেউ যদি ঘোষ না খেতো !

যত ধনাঢ্য রোজা রাখলো,

হায়, যদি তাঁরা গরিবের বন্ধু হয়ে যেত?

যত মানুষ রোজা রাখলো,

হায়, সবাই যদি যার যার দায়িত্ত পালন করতো !

যত মানুষ রোজা রাখলো,

হায়, সবাই যদি সত্যিকারের মুসলিম হয়ে যেত !

যত মানুষ রোজা রাখলো,

হায়, সবাই যদি রমাদানের মাহাত্ন্য বুঝতো !

তাহলে বাংলাদেশ সহ সারা মুসলিম বিশ্ব দুনিয়ার একটা জান্নাতে পরিণত হয়ে যেত। রাজনৈতিক বা অর্থনৈতিক কিংবা সামাজিক কোন মডেল সমাধান নয়, বাংলাদেশের সকল সমস্যা সমাধানে "আল্লাহভীতিই" একমাত্র সমাধান। রমাদান হোক সেই চেতনা উপলব্দির মুক্ষ্যম সময়। আল্লাহ আমাদের কবুল করুন।

বিষয়: বিবিধ

৯৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328797
০৫ জুলাই ২০১৫ রাত ১১:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের ইসলাম শুধু প্রদর্শনিতে। মসজিদের সামনে গাড়ি দাড়াতে দেয়না। কিন্তু মসজিদ ঝাড়ু দেওয়ার খবর নাই!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File