দেশী রোজায় ভেজাল!!!

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৯ জুন, ২০১৫, ০২:০১:৪৯ দুপুর

দেশী ফল যেমন আম, কলা, আনারস, মাল্টা বা অরেঞ্জ( দেশে প্রক্রিয়াজাত কৃত) ইত্যাদি ভেজালে ভরপুর।

দেশী খাবার যেমন মাছ, চিনি ও মুড়িতে কেমিক্যাল, হরেক রকমের ইফতারিতে কৃত্রিম রঙ। মানে ভেজালে ভরপুর।

দেশী দেশপ্রেমেও ভেজালঃ বাংলাদেশী যারা বাইরে থাকেন তাদের চেয়ে এখানে দেশপ্রেম অনেক কম। টেন্দারবাজী, দুর্নীতি, রাজনীতির নামে ব্যবসা, প্রতারণা, জনপ্রতিনিধিদের বক্তব্য নির্ভর ভুয়া দেশ প্রেমের চেতনা ব্যবসা।নাগরিকরা দেশের স্বার্থের ব্যাপারে বে-খেয়াল ও অন্ধ দল-কানা, নাগরিক কর্তৃক যেখানে সেখানে ময়লা ফেলা- এসব কী দেশপ্রেম?

দেশী তারাবীতে ভেজাল- ৬ বছর পর দেশে তারাবীহ পড়ছি। ভাবছিলাম দেশী স্বাদ নেব। নাহ। এখানেও ভেজাল। ২০ মিনিটে ২০ রাকা'য়াত, ইমামকে তাড়াতাড়ি পড়তে ডিজিটাল মসজিদ কমিটি ও মুসুল্লিদের চাপ বা অনুরোধ, নামাজ ধীরে ধীরে পড়তে হয় তা জেনে হোক বা না জেনে হোক ইমাম কর্তৃক যুদ্ধ বিমানের গতিতে তিলাওয়াত ও রুকু-সিজদা। হাদীস অনুযায়ী এই নামাজ শতভাগ ভেজালে ভরপুর।

এমনকি দেশী রোজায়-ও ভেজাল!!! হ্যাঁ, তাই। রোজা রেখে নামাজ আদায় না করা, খাবারে ভেজাল দেওয়া, পণ্য ও খাবারের দাম বাড়ানো, মিথ্যা বলা, প্রতারণা করা, খেয়ানত করা, গীবত করা, দুর্নীতি করা, মারামারি- হানাহানি, সুদ-ঘুষ সবই চলছে দেশে বরং বেড়েছে এই রোজায়। তাহলে বলুন এবার- এখানেও কি ভেজালে ভরপুর নয়?

বিষয়: বিবিধ

৭৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327935
২৯ জুন ২০১৫ বিকাল ০৫:১৭
কুয়েত থেকে লিখেছেন : ভাই আমরা অব্যইধ সংসদীয় গনতন্ত্রের দেশের নাগরিক এখানে আবার বৈধকিছু আশা করেন কি করে? জাতির কপাল পুড়েছে কারন আল্ কুরআনের এবং সহীহ হাদিস এর শিক্ষা আমরা ছেড়ে দিয়েছি।আপনাকে ধন্যবাদ
327952
২৯ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
শেখের পোলা লিখেছেন : এ সবই ডিজিটালাইজেশণ৷ চেতনার ফসল৷ এক হুজুর বললেন যে রমজান হল কামাইয়ের মাস৷ কেউ সওয়াব কামায় আর কেউ কামায় মাল৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File