যদি এটিই সত্য হয়, তাহলে.....

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:০৩:৪৬ রাত



"ট্রেন-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৬"

যদি এটি সত্য হয়-

আইসিডি পরিদর্শক ফজলুল হক চৌধুরীর দাবি, ঘটনার আগে হান্নান ও মিজান নামের আনসারের দুজন সদস্য কাভার্ড ভ্যানটির চালককে থামানোর সংকেত দেন। কিন্তু চালক তা অমান্য করেন এবং গাড়িটি থামাননি।- প্রথম আলো

তাহলে বলবো-

১, যে দেশে "মন্ত্রী বলে গরু-ছাগল চিনলেই ড্রাইভিং লাইসেন্স দেয়া যাবে", সেখানে নিহত ৬ সংখ্যাটি খুব বেশী নয়।

২, ড্রাইভিং অযোগ্যতা, অনিয়ন্ত্রিত লাইসেন্স এবং সরকারের অনিয়ন্ত্রন-ই দায়ী।

৩, ট্রাক, লরি,কাভার্ড ভ্যান ড্রাইভারদের পর পর ৩/৫ রাত ডেলিভারি পৌছাতে বাধ্য করা হয়, এটি তারই ফলাফল।

৪, টাকার লোভে ট্রাক, লরি,কাভার্ড ভ্যান ড্রাইভার রা পর পর ৩/৫ রাত গাড়ি চালায়, এটি অন্যতম কারণ।

৫, ড্রাইভার ঘুমে/ রেস্ট নিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট কে দিয়ে ট্রাক- বাস চালানোই অঘটনের অন্যতম কারণ।

৬, সর্বোপরি ফিটনেস বিহীন গাড়ী, অযোগ্য চালক, টাকার লোভ, লাইসেন্স বিভাগে দুর্নীতি আর ফিটনেস হীন রাস্তা প্রভৃতি কারনেই সারা দেশে প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ দিচ্ছে।

তবুও চলছে......

চালানো হচ্ছে...............

এর শেষ কোথায়...............?

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297971
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
হতভাগা লিখেছেন : গরু ছাগল চিইনা ড্রাইভার হওয়ারা ট্রেন চিনতে পারে নাই
297973
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জনসংখ্যা হ্রাসে অবদান রাখায় তাকে বিশেষ পদক দেওয়া হবে।
298002
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০২:১৮
শেখের পোলা লিখেছেন : আল্লাহ জানে৷
298091
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
আবু জান্নাত লিখেছেন : শিক্ষা ক্ষেত্রে যেমন গড়ে পাস দেওয়াকে সরকারের পাগলা মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ক্রেডিট মনে করে, ঠিক তেমনই গড়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়াকে হয়তো অনেক পাগল মন্ত্রী ক্রেডিট মনে করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File