লাগ ভেলকি লাগ
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৯:২৯:৫১ রাত
লাগ ভেলকি লাগ!!
দেশের জনগনের চোখে লাগ
যুবকের চোখে লাগ
কঠিন ভাবে লাগ
রানা প্লাজার রেশমা
বিশাল বড় তামাশা
নির্বাচনের নামে খেলা
সবাই সুযোগ পাবে না
লাগ ভেলকি লাগ!!
সচেতনের চোখে লাগ
যাতে হতে না পারে সজাগ
মৃত শিশুকে খাবা জুস
তারপরও যেন কারো হয় না হুস
লাগ ভেলকি লাগ!!
কাইরা নে অধিকার সবার
ফাসি দেবে জেলার
সবাই বুঝবে ওরা রাজাকার
করবে না কেউ প্রতিবাদ।
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাসি পেলেও প্যারোডির ভিতর অনেক মাহাত্ম আছে বুঝতে পেলুম। ধন্যবাদ
ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
ভেল্কির ফাঁদে ফেলে বর্তমান জনসাধারণ কে বেকুব বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেছে ধান্ধাবাজ লোকেরা!
সুন্দর হয়েছে! অনেক ধন্যবাদ আপনাকে!!!
দেশের জনগন বুঝে যাক,
অত্যাচারীর বিরোদ্ধ মাঠে নেমে যাক।
মন্তব্য করতে লগইন করুন