যে কবিতা এডিড করা হয়নি
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৪:০৮ রাত
কেউ আমাকে একটা সুখবর দিন
বলুন অনির্বাচিত কেউ ক্ষমতায় নেই
বলুন দালাল মুক্ত হবে দেশ
মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা হবে বন্ধ
বলুন দেশের চাষী মজুরি পাবে
শ্রমিক অধিকার পাবে
বলুন দুর্নীতি বন্ধ হবে
আমাকে একটা সুখবর দিন
বলুন বুদ্ধিজীবী রা হবে দেশ প্রেমিক
আইন আদালত হবে মানুষের
পুলিশ পেটুয়া না হয়ে হবে বন্ধু
রাজনীতি হবে আদর্শের, মানুষ পাবে মুক্তি
আমাকে কে একটা সুসংবাদ দিন
বলুন পরীক্ষার প্রশ্ন পত্র আর ফাস হবে না
চাকরিতে দলীয়করণ হবে না
বিসিএসে কোটা থাকবে না
ভাইভাতে মামা লাগবে না
আমাকে কেউ একটা সুসংবাদ দিন
বলুন ভার্সিটিতে বন্ধ হবে খুন
টেন্ডারবাজি চাদাবাজি, আর রাজনীতির গুম
বলুন ভিসি দলের না হয়ে হবেন ছাত্রের অভিভাবক
আমাকে কেউ একটা সুসংবাদ দিন
বলুন মিডিয়া সত্য বলবে
মিডিয়া দালালি করবেনা
মিডিয়া- সাংবাদিক হলুদ হবে না, হবে স্বচ্ছ-সাদা
আমাকে কেউ একটা সুসংবাদ দিন
বলুন আর কোন রানা প্লাজা ধসবেনা
সাহায্য ফান্ড মন্ত্রনালয়ে আটকে থাকবেনা
শিশু জাহিদের চেহারায় মন্ত্রী তার নিজ পুত্রের ছবি দেখতে পাবে
মন্ত্রী করবে পদত্যাগ
অতপর বিক্ষব্দু জাতি পাবে স্বস্তি শান্তি
আমাকে কেউ একটা সুসংবাদ দিন
বলুন, পুলিশ দেখা মাত্র গুলি করবেনা
সরকার নিজেদের মামলা তুলে নেবেনা
অমানুষ রাজনীতি করবেনা
মানুষকে কোন নেতা(!) কুকুর বলবেনা
আমাকে কেউ একটা সুসংবাদ দিন
বলুন, গুম খুন সন্ত্রাস রাহাজানি আর দুর্নীতি মুক্ত
সুন্দর সকালের সুপ্রভাত হবে আগামীকাল
সবাই সবার ধর্ম পালন করবে
ইসলামকে কেউ কটাক্ষ করবে না
সবাই সবার মতামত দেবে
সবাই সবার যোগ্যতা অনুযায়ী বিনা বাধায় পড়ালেখা চাকরি করবে
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন