একদিন (ইসলামিগীত)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৯ ডিসেম্বর, ২০১৪, ০২:৫৮:০৮ রাত
থাকবে না এই আকাশ মাটি, সৃষ্টির কোনো নাম।
থাকবেন শুধু এক আল্লাহ, যুল জালালি অল ইকরাম!!
[i](কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা অজহু যুল জালালি অল ইকরাম)
ছিলে না তুমি, ছিল না কেউ, ছিলেন শুধু তিনি
জীবনের যত মর্মকথা, তার দয়াতেই চিনি
চিনবে না যে মন তাহাকে, জীবন মূল্যহীন
আকাশের মহান মালিক তিনি, রব্বুল আলামীন
সত্য তিনি, সত্য কুরআন, সত্য যে ইসলাম!!
ইসলামের এই মর্মবাণী, ছড়িয়ে বিশ্বনবী
দেখালেন জগতটাকে, তাওহীদেরই ছবি
এসেছেন রহমত হয়ে সকল সৃষ্টিকূলে
মুক্তি শুধু তার আদর্শে, জীবন, মৃত্যু-ভূলে
সত্য কালেমা, সত্য ইসলাম, সত্য নবীর নাম!
থাকবেন শুধু এক আল্লাহ, যুল জালালি অল ইকরাম
[/i]
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন