"শিরোনাম হীন"
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৮ অক্টোবর, ২০১৪, ১১:০২:১৪ রাত
অপরাজনীতি কারণে যখন নারায়ণগঞ্জের ৭ খুন তখন সবাই তার সহমরমী হয়, আর অপরাজনীতির ফলে যখন জামায়াতের লোক মরে তখন নিন্দা জানাতে জামায়াত বিদ্বেষ কাজ করে। অপরাজনীতি যখন বিশ্বজিৎকে মারে তখন সবাই প্রতিবাদে ফেটে পড়ে, কিন্তু যখন ভিন্ন দলের একজন কর্মীকে দিনের বেলা লগি বৈঠা দিয়ে সাপের মত পিটিয়ে মেরে লাশের উপর চলে পৈচাশিক নৃত্ত, তখন খুনের পক্ষে চলে জাস্টিফাই।
বিষয়টা কী আসলে সেরকম? মানুষ......আগে মানুষ, তারপর রাজনৈতিক কর্মী। মানুষের মূল্যায়ন হয় না বাংলাদেশে, হয় শক্তির।
বিষয়টা অনেকটা " হামাস- ইসরাইল" যুদ্ধে পশ্চিমাদের নিন্দার মত অনেকের কাছেই। It is like that probe " To kill a dog give it a bad name" পাগলা কুকুর শুনেই সবাই ভয়ে অস্থির , কিন্তু এটি যে স্রেফ কুকুর, পাগলা নয় তা কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না । কারণ প্রচার হয়েছে খুব জোড়ে শুরেই। এই প্রবাদটিই তারা মানে খুনীরা ( দেশীয় ও আন্তর্জাতিক) ব্যাবহার করে আসছে। আমি রিয়ালিটি বুঝি, জামায়েতের সব কাজ আমার সমর্থন যোগ্য নয়। কিন্তু মিনিমাম গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার কী আছে? খুন করতে হবে কেন?
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ত্বগুতী গণতন্ত্র।
ইসলাম বিরোধী সংবিধান।
কোরআন বিরোধী প্রচেষ্টা। (গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম)
ত্বগুত লিডারদের সাথে এক্যমত (সংলাপ)।
আরো অনেককিছু। কারণ কোরআন বলেছে, তোমরা অল্প অল্প করে ত্বগুতকে স্বীকার করে ত্বগুতদেরকে সনন্তুষ্ট করতে পারাবে না, যতক্ষন না পরিপূর্ণরুপে স্বীকার করো।
দেখুন, ইসলাম ও ইসলামিক স্টেট Export-Import করার মত বিষয়। ইচ্ছাকৃত ভাবে সেই দেশের বা অঞ্চলের মানুষ কর্তৃক তা মেনে নিতে হবে।
তাই জামায়াত যেমন সেই দাওয়াতি কাজ অব্যাহত রেখেছে, সাথে সাথে রাষ্ট্রীয় শক্তির কাছেও ম্যাসেজ পৌঁছে দিচ্ছে এবং মানুষের মন মানসিকতায় ইসলামিক সমাজের ধারনা তৈরি করছে।
রাজনৈতিক সংলাপ দাওয়াতি কাজের অংশ।
আপনার ভাষায় ঘোষণা দিয়ে এক রাতের মধ্যেই ইসলামিক স্টেট কায়েম করা সেটা মানশিক বিকার গ্রস্ততা।
আপনার জন্য ইরাক- সিরিয়ার আই এস আই এস খোলা হয়েছে যোগ দিতে পারেন।
আপনি, আপনার পরিবার সেই তাগূতি সরকারের আন্ডারে পড়ালেখা, চাকরী সবই করছেন কেন তাহলে?
মন্তব্য করতে লগইন করুন