ইয়াবা সম্রাট আওয়ামী এমপি বদিকে উতসর্গ করে -একটি ব্যর্থ চেষ্টা

লিখেছেন লিখেছেন উচিত কথা ২৮ অক্টোবর, ২০১৪, ১১:৫০:৩৫ রাত



ছয় মাসের জামিন পেল দূর্নীতিতে জেলখাটা আওয়ামী এমপি ইয়াবা-ডন বদি;

ভয় নেই নির্ভয়ে এগিয়ে যাও আগের চেয়েও অনেক মজবুত এখন তোমার গদি।

আর ক’টা দিন সবুর কর তারপর নিশ্চিত দুদকের দায়মুক্তি ফাইনাল ছাড়পত্র;

মায়ানমার নয় জাতীয় ভিত্তিতে দেশেই এবার গড়ো ইয়াবা কারখানা যত্রতত্র।

দুদক মানে এখন দূর্নীতি দমন কমিশন নয় বরং দূর্নীতিবাজদের দায়মুক্তি কর্তা;

বাধা আসলে অনায়াসে করতে পারো যতখুশী নর কিংবা নারী হত্যা।

নিন্দুকেরা যা-ই বলুক তুমিই আমাদের সোনার ছেলে তুমিই আমাদের গর্ব;

আয়করে শ্রেষ্ঠ করদাতা হয়ে হালাল করেছ তোমার দূর্নীতির সবগুলো পর্ব।

যতদিন রবে অবৈধ ক্ষমতা দখলদাররা হয়ে সরকার কিংবা রাষ্ট্রের অধিপতি;

কে আটকাবে তোমায় কার এত সাহস হোক সে জর্জকোর্ট কিংবা সুপ্রিমকোর্টের বিচারপতি।

______________________মম, দাম্মাম, ২৮ অক্টোবর ২০১৪

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279181
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৫
মামুন লিখেছেন : পড়লাম। ভালো লাগলো। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File