এলোমেলো কিছু ভাবনা

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৬ আগস্ট, ২০১৪, ০৬:২৯:১৩ সন্ধ্যা

১, "আপনার বেলায় সবজি আর আমি খেলে সেটা হয় মূলা।"

- এভাবেই আমার এক আত্মীয় তাঁর প্রতিবেশীকে প্রতিউত্তর দিয়েছিলেন যখন ঐ ভদ্রলোক বললেন " কী ব্যাপার X ভাই, আপনি দেখছি খালি মূলা কিনে আনেন"।

২, আপনি আমাকে হাঁটতে দেখেন, এমনকি বাজারের ব্যাগ নিয়ে ১ কিঃ মিঃ প্রায়। হয়তো ভাবছেন আমি দরিদ্র তাই আমার গাড়ি নেই, ভাবতে পারেন- সমস্যা নেই; কিন্তু আমি হাঁটতে চাই কারণ আমি সুস্থ্য ও সাস্থ্যের ধনী থাকতে চাই।

৩, আমরা গর্ব করি এ নিয়ে যে আমরা মুসলিম এবং কোরআন এমন একটি গ্রন্থ যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ঠিকই আছে, গর্ব করার কারণ আছে বটে।

কিন্তু,

কোরআন নিয়ে গবেষণা করতে পারবেন না।

আপনি কোরআন নিয়ে কথা বলতে পারবেন না।

রিলিজিয়াস স্টাডিস তথা ইসলামিক স্টাডিস কোন পড়ার মত সাবজেক্ট না।

ধর্ম নিয়ে আলাপ করলে সেকেলে।

ইসলামিক স্টাডিস যারা পড়বে তারা মেধাবীতো নয়ই বরং এই সাবজেক্ট গুলো বাংলাদেশে থাকার কোন দরকারই নেই। শুধু ফার্মাসি,ল, মেডিকেল, বিবিএ- এমবিএ এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়লেই বাংলাদেশ সাফল্যের শীর্ষে আরোহণ করবে।

আরে ভাই, ডাক্তারি না পড়েওতো যে কেউ জানে জর হলে প্যারাসিটামল খেতে হয়; তাই বলে কি আমি-আপনি ডাক্তার হয়ে গেছি?

নামাজ রোজার বিধি-বিধান জানি বলেই কি বলতে পারি যে ইসলামিক স্টাডিস পড়ার দরকার নাই? একজন ইসলামিক স্কলার আল্লাহ-ইসলাম- দুনিয়া- পরকাল সম্পর্কে যা জানেন ও বুঝেন তা কি একজন সাধারণ ব্যাক্তি জানেন ও বুঝেন? আল্লাহর সাথে কি উভয়ের সম্পর্ক সমান?

তাহলে কেন এত গর্ব মুসলমানিত্ত ও কোরআন নিয়ে? ( যারা এ নিয়েও গর্ববোধ করে না তাদের কথা বাদই দিলাম)।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258478
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
আবু সাইফ লিখেছেন : Thumbs Up Thinking Rose Praying
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
202555
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ ভাই
258528
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো।
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
202556
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
258616
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:২০
নিশা৩ লিখেছেন : ভালো লাগলো অনেক।
258905
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File