"প্রেম করেছেন ইউসুফ নবী ঈ ঈ ঈ...... সেই প্রেমে জুলেখা বিবি গো ও ও ও ......প্রেমের মরা জলে ডুবে না আ আ আ......"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ২৪ জুলাই, ২০১৪, ০১:৩৩:০৬ রাত

যারা আল্লাহর নবী ইউসুফ আঃ ও জুলেখার প্রেম কাহিনী নিয়ে গান বানিয়েছে, আর যারা এতে বিশ্বাস করে তারা শুধু ইউসুফের আঃ উপর অপবাদই আরোপ করেনা বরং তারা কোরআন অস্বীকার কারী এবং স্বয়ং আল্লাহর সাথে নাফরমানী করে আসছে।

দেখুন আল্লাহ কী বলেছেন কোরআন শরীফে ইউসুফ আঃ সম্পর্কে। আমাদের দেশের মানুষের আমুল চিন্তা- বিশ্বাস ও কর্মের পরিবর্তন প্রয়োজন।

সুরা ইউসুফঃ ২৩-২৯

আর সে (ইউসুফ) যে মহিলার ঘরে ছিল, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বললঃ শুন! তোমাকে বলছি, এদিকে আস, সে বললঃ আল্লাহ রক্ষা করুন; তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লংঘনকারীগণ সফল হয় না।

নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত। যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনিবাবে হয়েছে, যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন।

তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বললঃ যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে?

ইউসুফ (আঃ) বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদি।

এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী।

অতঃপর গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্নক।

ইউসুফ এ প্রসঙগ ছাড়! আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তুমি-ই পাপাচারিনী।

মহিলা তার অসৎ উদ্দেশ্য পূরণ করতে না পেরে ইউসুফকে আঃ কারাগারে নিক্ষেপ করলো। আর ওই মহিলা ছিল মিশরের শাসক আজীজের স্ত্রী। ইউসুফ আঃ মন্দ কাজ অপেক্ষা কারাগারকেই পছন্দ করে নিলেন।

সুরা ইউসুফঃ ৩৩-৩৪

ইউসুফ বললঃ হে পালনকর্তা তারা আমাকে যে কাজের দিকে আহবান করে, তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভূক্ত হয়ে যাব।

অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।

বিষয়: বিবিধ

৩৩৬২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247707
২৪ জুলাই ২০১৪ রাত ০৪:১৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ বেশ ভালো লাগলো লিখাটি
247734
২৪ জুলাই ২০১৪ সকাল ০৮:১১
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর পড়ার ও আমাকে উৎসাহিত করার জন্য।
247739
২৪ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৯
বাজলবী লিখেছেন : ভালো লাগলো।জাযাক অাল্লাহ খাইর।
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৪
192464
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর পড়ার জন্য
247760
২৪ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৫
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : ভালো লাগলো।জাযাক অাল্লাহ খাইর।
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৪
192465
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর ভাই।
250548
০৩ আগস্ট ২০১৪ রাত ০৯:২৬
ইমরান ভাই লিখেছেন : জটিল সুন্দর একটা বিষয় এনেছেন।
সুরা ইউসুফ পড়ে আমি একবার ভেবেছিলাম (?) কেমনে ইউসুফ আ জুলেখার সাথে প্রেম করলো!!

মিথ‍্যাবাদী রা আমাদেরকে জাহান্নামে নিয়েই ছারতে চায়।
১০ আগস্ট ২০১৪ রাত ০৮:০২
197082
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হ্যাঁ ভাই আপনি দারুন বলেছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File