ACCIDENT

লিখেছেন লিখেছেন ইসমাত সুলতানা কোয়েল ২৪ জুলাই, ২০১৪, ০১:৩৪:৩৮ রাত

আজ় পরিক্ষা ছিল। সজ্ঞত কারনে তা আজ হলনা আমি এর জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম। কিন্তু পরিক্ষা হলনা তাই মন খারাপ। কাল পরিক্ষা জ়ানিনা কাল হবে কিনা আমী এজ়ন্য কাঊকে দায়ি করতে পাড়ছীলাম না ভাবতে পারিনি এটা আমার কোন পাপের শাস্তি যা আমাদের সমাজের অনেকেই ভাবে।

সামান্য ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় কোন কিছু বানিয়ে ফেলি আমরা কিন্তু কেন তা আমরা কখন ভেবেও দেখিনা

আসলে কিছু মানুস থাকে জ়ারা নিজের বোকামি মুরখতা অন্যের ঘারে চাপাতে ভালবাসে। এতে তারা নিজেরা কস্ত পায় অন্যকেও কস্ত দেয়।

আমাদের সমাজ থেকে এই মুরখতা কবে শেষ হবে কেঊ বলতে পারবেন। কেন আমরা আমাদের জিবনের ছোট ছোট দুরঘটনা গূলো্কে আল্লাহর পরিক্ষা ভাবতে পারিনা এগুল আমাদের ঈমানের পরিক্ষা কেন ভাবিনা।

তাহলে ত আমরা নিজেদের এবং অন্যদের অনেক কস্ত থেকে মূক্তি দিতে পারি কি আমরা পারিনা। আসুন আমরা সবাই এই মুরখতা ছেরে সামনে এগিয়ে জাই জা আমাদের সঠীক পথ দেখিয়ে সত্যের দিকে নিয়ে যাবে। ইনশাল্লাহ...।

ভূল বললে ক্ষমা করে দিবেন।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247736
২৪ জুলাই ২০১৪ সকাল ০৮:২৩
বাজলবী লিখেছেন : ভাল লিখেছেন। লিখার উচ্চারণ শুদ্ধিকরণে একটু নজর দিতে হবে। ধন্যবাদ।
247759
২৪ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : উত্তম কথা ।

I twice = ী
Sfift + S = ষ
z = য
m+u (দুইবার) r+kh ta = মূর্খতা
t= ট
247842
২৪ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৫
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
247955
২৫ জুলাই ২০১৪ রাত ০১:২৮
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার হয়েছে। লেখার প্রতি নজর দিতে হবে
248033
২৫ জুলাই ২০১৪ সকাল ১০:২৯
ইসমাত সুলতানা কোয়েল লিখেছেন : ধন্যবাদ আশা করি অন্যদের ব্যাপারেও এভাবে আপনারা সাহায্য করবেন ইনশাল্লাহ.।
248475
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
স্বপন২ লিখেছেন : আপু,লেখা খুব ভাল হয়েছে। চালিয়ে যান। এভাবে লেখা চেক করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File