গুনের অভাব নাই আমাগো প্রধানমন্ত্রীর........
লিখেছেন লিখেছেন নানা ভাই ১৩ জুন, ২০১৪, ০৬:৪২:৫৩ সন্ধ্যা
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কন্যা। যোগ্য জননেত্রী হিসেবে নিজের পরিচয় সর্বদাই তুলে ধরেছেন নিজ কাজে। তার গুনের যেন শেষ নাই!
তার পুরান গুনের কথা আর নাইবা বললাম!
তার নতুন গুনের খবর একটু নেন। উপরের ফটুকটা প্রধানমন্ত্রী নিজের গুন জাহির করেছেন!
বিষয়: বিবিধ
৮৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতির কন্যার জিনিস অকশনে?
জয়ের হাতে ঝান্ডা দিয়ে শহরের কোলাহল ছাড়িয়ে নিরবে নিভৃতে কোটাপড়িপাড়ার সেই গ্রামে গিয়ে তিনি আবার শুরু করবেন তার অনুপম শিল্পকলার কারুকার্য ।
শাসন কার্য পালনকালে আমাদের উনাকে বেশীর ভাগ সময়ই গরম থাকতে দেখলেও উনি যে একজন মমতাময়ি মা তা আমরা জয়ের একটা ফেস বুক স্ট্যাটাসেই দেখেছিলাম । এখন দেখলাম তার অনুপম শিল্পকর্ম । এবং বিমুগ্ধ হতেই হল ।
শাসন কার্য এতটাই ব্যস্ত থাকেন যে উনি উনার এসব প্রতিভা দেখানোর ফুরসতই পান না ।
ক্ষেমতায় থাকতে এরশাদ কাগু কবিতা লিখছে না? ক্ষেমতায় থাকলে মানুষের গুন ও বাড়তে থাকে!
মন্তব্য করতে লগইন করুন