তুমি কখনো ফিরিয়ে দিতে না
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৩ জুন, ২০১৪, ০৬:৩৪:১৮ সন্ধ্যা
মনের আকাশে কালো মেঘের ছায়া ,
যখনই দিত দেখা।
যেতাম ছুটে তোমার কাছে।
তুমি তোমার মত করে ,
দিতে আমায় সান্তনা।
কখনো আমায় ফিরিয়ে দিতে না ,
প্রিয় বন্ধু কুশিয়ারা !!
আজ তুমি নেই পাশে ,
তাই যেতে হয় অনেকের কাছে।
কেউ পারে না সান্তনা দিতে ,
তোমার মত করে।
অনেকে আবার সান্তনা দিতেও চায় না।
কিন্তু তুমি কখনো ফিরিয়ে দিতে না
প্রিয় বন্ধু কুশিয়ারা !!
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুশিয়ারার বুকে উপর
থল থলে শব্দে চলে তরী,
ভাটিয়ালী সুরের মুগ্ধতায়
বিমোহিত হতে নায়ের নারী।
আজ কুশিয়ারা নেই, সেই ভাটিয়ালী সুর ও নেই।
ধন্যবাদ।
সিলেটে কর্মসুত্রে কুশিয়ারার স্নিগ্ধ ও রুদ্র উভয় রুপ ই দেখার ভাগ্য হয়েছে।
যাজাকিল্লাহু খাইর।
ধন্যবাদ
আবারো আসলাম।
খুব ভালো লেগেছে আপনার কবিতা অনেক ধন্যবাদ।
এটাই ভালোবাসা।
মন্তব্য করতে লগইন করুন