যারা গুম হন তারা আসলে হারিয়ে যান – স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। মানুষরে আর কতো মফিজ বানাইবেন???
লিখেছেন লিখেছেন নানা ভাই ০৮ জুন, ২০১৪, ০২:০৮:০৮ দুপুর
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমি গুমকে গুম বলি না, হারিয়ে যাওয়া বলি। যারা গুম হন তারা আসলে হারিয়ে যান।’
শনিবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিমকোর্ট মিলনায়তনে আয়োজিত ‘সার্ক কালচারাল সোসাইটির’ নৃত্য উৎসব অনুষ্ঠানে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ থেকে গুমখুন, অপহরণ ও হত্যাকাণ্ড দূর করা যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের মনের চাহিদা মেটাতে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ সচেতন হয়। অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। মানুষের প্রতি মানুষের আন্তরিকতা-ভালোবাসার সৃষ্টি হয়।’
সংগঠনের সভাপতি জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জামেল হক, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।
উৎসঃ বাংলামেইল২৪
বিষয়: রাজনীতি
৮৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন