জান্নাত

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৫৪:৪০ সকাল





এ এমন সুখের উদ্যান; যা মনোহর রূপ ও চমৎকার বৈভবে আচ্ছাদিত।

শাশ্বত, সীমাহীন এর আনন্দ। এ যে অবিরাম সুখের আলয়, পরম আশ্রয়স্থল!

এখানে রয়েছে বিশ্বাসী মন আর অগণন কুরআন-প্রেমীর আনাগোনা।

শপথ খোদার! কোনো চোখ তা অবলোকন করেনি। কেউ এর সমতুল্য কিছু শুনেনি।

এর তলদেশে প্রবাহিত হয় সুমিষ্ট ঝর্ণা।

মজাদার ফল এবং আনার-ডালিমে এর চারিপাশ সুরভিত।

কুঠরিগুলো মণি-মুক্তোয় সাজানো, প্রাচীরগুলো সুনিপুণ শৈলীতে গঠিত।

নামাজী রোজাদার আর সকল বিনয়ী আত্মা এর অধিবাসী।

সে অমরকানন সুখের নীড় ও এর অধিবাসীদের ভালোবাসো,

যারা সততার নিমিত্তে নিজেদের প্রতি ভ্রাতৃপ্রতিম হয়ে আছে!

তাঁরা মহান স্রষ্টা ও তাঁর অনুগতদের ঘনিষ্ঠ মিত্র।

শ্রেষ্ঠ অনুচর সে সৌভাগ্যবানদের সম্মান প্রদর্শন কর।



উজ্জ্বল আলোয় সে বাগিচার প্রতিটি কোণ উদ্ভাসিত।

আর মহান প্রভু তাঁর ভালবাসার অনুকম্পা নিয়ে হাজির হন-

জান্নাতিদের সালাম জানাতে!

ঘোষণা করেন, "সবার প্রতি শান্তি-সুখের বার্তা"!

তাঁরা সেখানে দু'জাহানের মহিমান্বিত স্রষ্টাকে দেখতে পায়; স্পষ্ট, দৃশ্যমান।

শপথ খোদার, পরম করুণাময়ের ভালবাসার চেয়ে চিত্তাকর্ষক কিছু এ পৃথিবীতে নেই!

স্বর্গবাসী আত্মারা তাঁদের প্রেমাষ্পদের কথা শুনতে পায়। সালাম গ্রহণ করে।

আর বিস্ময়াভিভূত হয়ে তাকিয়ে থাকে সে দয়াময়ের দিকে ।

সে সুখের উদ্যান ও এর সৌরভ লাভে আরাধনা কর,

সন্তুষ্টি ও চিরস্থায়ী স্বর্গবাসের নেয়ামতে ধন্য হও।

যদি সে ঘরের দর্শন পেতে অধীর অভিলাষে আকুল হয়ে ওঠো, তবে

প্রতিনিয়ত কল্যাণকাজে ব্রতী হও।

যেন ভালবাসার বিনিময়ে তুমিও ভালবাসার সিদ্ধি লাভ কর

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360664
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:৫২
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন আর অঅমাকে কখনও শাস্তি দিবেন না। আমি আপনাকে ভয় করি !!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০১
298890
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আল্লাহ আপনার দোয়া কবুল করুন, সাথে আমাকেও আপনার দোয়ায় শামিল করুন Good Luck
360682
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৩
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদেরকে ইসলামকে জানা,বুঝা ও মেনে চলা সহজ করে দাও, আপনার সুন্দর জান্নাতের অধিকারী না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না । আমীন ।

জাজাকাল্লাহ খায়ের।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৯
298916
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ওয়া ইয়্যাকি। আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
360717
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদেরকে ইসলামকে জানা,বুঝা ও মেনে চলা সহজ করে দাও, আপনার সুন্দর জান্নাতের অধিকারী না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না । আমীন ।

জাজাকাল্লাহ খায়ের।
361475
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File