কথায় নয়, কাজে প্রমাণ চাই!
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪৯:৫৪ সকাল
টিচার ছাত্রকে জিজ্ঞেস করলেন, "মনে কর, একটি গাছে চারটি পাখি আছে। এর মধ্যে তিনটি উড়ে যাবার মনস্থির করল। বাকি রইল কয়টি?"
ছাত্রটি জবাব দেয়, "এ তো খুব সহজ প্রশ্ন। আর মাত্র একটি পাখি বাকি আছে।"
পাশ থেকে আরেকজন ছাত্র বলে ওঠে, "না, উত্তরটি সঠিক হয়নি। বরং চারটি পাখিই অবশিষ্ট রয়ে গেছে!"
কথা শুনে দু'জনই চমকে গেলেন। তারা জানতে চাইলেন এর কারণ কী।
তখন দ্বিতীয় ছাত্র শিক্ষককে উদ্দেশ্য করে বলে, "আপনি তো বলেছেন; পাখিগুলো উড়ে যাবার মনস্থির করেছে। কিন্তু উড়ে তো যায়নি!"
হ্যা, এ গল্পের মোরাল এটিই। কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ এবং সেটি বাস্তবায়ন করা সম্পূর্ণ ভিন্ন ব্যপার। আমাদের সমাজে বড় বড় কথা বলেন এমন অনেকেই আছেন। তবে বাস্তবের মাটিতে তাদের কোন দম্ভই টিকে থাকেনা! তাই কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে!
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লা ব্লা ব্লা
১০ টাকায় ১ কেজি চাল খাওয়ানোর কথা বলে ৭ বছর পজিশন ধরে আছে।
মন্তব্য করতে লগইন করুন