যদি আঁধারকেও ভালবেসে ফেলি!
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৯ আগস্ট, ২০১৫, ১২:৪৪:২২ দুপুর
এই রাতে আকাশ যেন ধনুকের মত বাঁকা হয়ে আছে!
তার গায়ে জড়িয়ে দিয়েছে কেউ কালো চাদরের পল্লব
ফুটফুটে রুপোলী চাঁদ থালার মত হয়ে নিজেকে উদ্ভাসিত করছে
আমি ভাবছি, ওই চাঁদটি যদি ঠিক আমার কাঁধে চড়ে, অথবা
সহমর্মী বন্ধুর মত ঠিক আমার পাশে এসে হেঁটে চলত!
তাকে ছুঁতে চাইছি। একবার যেন হাত বাড়িয়েও দিয়েছি!
আমার বোকামো দেখে সে কি একটু হেসেছে? কী জানি!
ছোট-বড় পাথর আর সারাদিনের সূর্যতাপে ক্লান্ত এই মরুভূমি,
যেন রাত দশটাতেই মরার মত ঘুমোচ্ছে।
হঠাৎ একটি বিড়াল অথবা শিয়াল কীসের আর্তনাদে ডেকে উঠল?
পুরো জগতে আমিই যেন মানবের একমাত্র প্রতিনিধি!
হাঁটছি। দেখছি, ডুমুর ফুলের মত দূরের কুঠুরিগুলোতে বড় অবহেলায়
নিজেদের জ্বালিয়ে রেখেছে বাতিগুলো।
আঁধারের রহস্যকে আরো জট পাকিয়েছে। অথবা মরিচিকার মত
পথিকের দুঃখ কে আলো দিতে চাইছে।
আমি আঁধার উপভোগ করছি। ভয় লাগছেনা।
অদ্ভূত! শত কষ্ট বুকে চেপেও আমি বলতে চাইছি;
আরেকটু থেকে যাই নীরবতার আঁচলে! সীমিত পদচারণার
স্মৃতি নিয়ে একদিন, ফিরে আসব কি আবারো মরুর বুকে?
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন